24-04-2022, 12:56 PM
(24-04-2022, 12:39 PM)nextpage Wrote: শাক জাতীয় বীজ বোনার আগে জমিতে মাটির বড় টুকরো গুলো আঞ্চলিক কেনি নামক একটা ধাতব বস্তু দিযে ভেঙে টুকরো টুকরো করা হয়। এই কাজটাকে আমাদের এখানে চর্ষা করা বলে। সেটাকেই হাইলাইট করার জন্য চর্ষাকিত শব্দটির ব্যবহার।
ধন্যবাদ ভাই। একটি নতুন শব্দ জানা গেল।
কর্ষণ থেকে চাষ এসেছে। কেমন করে এসেছে জানা ছিল না, হয়ত কর্ষ বিকৃত হয়ে চর্ষ হয়ে তারপর র লুপ্ত হয়ে এসেছে। ভাষাতত্ববিদরা বলতে পারবেন। আপনার সঙ্গে আলোচনায় লাভ হল, যে একটি নতুন শব্দ নিয়ে ধারণা করা গেল।