24-04-2022, 11:48 AM
(This post was last modified: 24-04-2022, 11:55 AM by nextpage. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-04-2022, 10:14 AM)Bumba_1 Wrote:একা শহর একা প্রহর.. একা কাটাই দিন,একা হাঁটি একা খাটি.. একা বন্ধুহীন!
নিজেই হাসি নিজেই কাঁদি.. নিজেই আছি বেশ,নিজের সাথে দেখা করেই.. হবো নিরুদ্দেশ!
বর্তমান পরিস্থিতিতে নিলয়ের হয়েছে এই অবস্থা
যেটুকু বুঝতে পারছি গল্প সম্ভবত শেষের দিকে। দুই আঙ্গিকের কথোপকথন এবং নিলয়ের আত্মবিশ্লেষণ - সব মিলিয়ে পর্বটি খুবই উপভোগ্য লেগেছে।
❤️♥️
গল্পের চরিত্ররা বরবরই নায়কাচিত ঘটনা ঘটিয়ে থাকে। এসব ঘটনার মধ্য দিয়ে নায়ক হয়ে পাঠকের মনে রাজ করে।
কিন্তু বাস্তবে অনেক কিছুতেই মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। কিছু পাবার জন্য অনেক কিছু ছাড়তে জানতে হয়।
এই যুগে খুব কম মানুষই আছে যারা নিরুদ্দেশ হবার সাহস দেখাতে পারে। এখন দেখি নিলয় কি নিরুদ্দেশ হবে নাকি আর দশটা মানুষের মত কন্টকময় জীবনে সুখ খুঁজে নিবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।