24-04-2022, 10:14 AM
একা শহর একা প্রহর
.. একা কাটাই দিন,
একা হাঁটি একা খাটি
.. একা বন্ধুহীন!
নিজেই হাসি নিজেই কাঁদি
.. নিজেই আছি বেশ,
নিজের সাথে দেখা করেই
.. হবো নিরুদ্দেশ!
বর্তমান পরিস্থিতিতে নিলয়ের হয়েছে এই অবস্থা
যেটুকু বুঝতে পারছি গল্প সম্ভবত শেষের দিকে। দুই আঙ্গিকের কথোপকথন এবং নিলয়ের আত্মবিশ্লেষণ - সব মিলিয়ে পর্বটি খুবই উপভোগ্য লেগেছে।