24-04-2022, 01:48 AM
সোহম, "অসাধারণ". এর থেকে বেশী কিছু বলার নেই.
আমিও তোমার গুণমুগ্ধ পাঠক. তবে তোমার বেশ কয়েকজন অনুরাগী পাঠক/পাঠিকার সঙ্গে একটি ব্যপারে একমত হতে পারছি না, যারা গল্পটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে. আমার মতে এই গল্পটির যথার্থ ভাবেই শেষ হয়েছে. গল্পটির শেষ পর্বে তুমি যে আভাস দিয়েছো সে অনুসারে এক গতবাঁধা জীবনে নীলিমা প্রবেশ করবে যেখানে আরো যৌনাভিযানে স্বেচ্ছায় জড়িয়ে পড়বে. সেখানে লেখক হিসেবে সেই routine adventure গুলো গল্পে নিয়ে আসা মানে গল্পটির একঘেয়ে হয়ে যাওয়ার আশংকা প্রবল হয়ে দাঁড়াবে - যা প্রমীলাদেবীর কোয়ারেন্টাইন ও তার আগের গল্পটির সঙ্গে হয়েছে.
যদি, এবং একমাত্র যদি, এই গল্পে এমন কোনো প্লট ভাবতে পারো, যেখানে গল্পের কাহিনীতে এমন মোচড় আসবে যে প্রায় অনেক কিছুই উলটপালট হয়ে যাবে এবং নীলিমার জীবন অন্য খাতে বইতে শুরু করবে যা অকল্পনীয় ছিলো, তবেই আমি বলবো (পরামর্শ - উপদেশ আর অনুরোধ তো নয়ই) গল্পটিকে এগিয়ে নিয়ে যাও; বা এর দ্বিতীয়ভাগ লেখো.
হ্যাঁ, এবার অনুরোধের পালা - ভাই, "কলঙ্কিনীর ছেলে" গল্পটি এগিয়ে নিয়ে চলো. ভালো থেকো.