24-04-2022, 12:18 AM
(23-04-2022, 09:47 PM)Papai Wrote:Ovinondon dada
থ্যাংক ইউ পাপাই ♥️
(23-04-2022, 10:10 PM)ddey333 Wrote: মা আর দিদিমা ... এদের কিন্তু কোনো অবদান অন্তত এর মধ্যে নেই দেখে খুব ভালো লাগছে
হা হা হা ... প্রচুর অভিনন্দন বাবান কে ...
তোমার আর তোমাদের অবদান তো আছে। ওটাই অনেক। ♥️♥️
(23-04-2022, 10:25 PM)Bichitro Wrote: কি আর বলবো ... আপনার এই সাফল্য যে এই ফোরামের জন্য কি বার্তা বহন করছে সেটাই ভাবছি । আমি অভিভূত। সেই আগের বছর এই মাসেই আমি এখানে এসেছিলাম। তারপর আপনার আর বিগ ব্রোর সাথে পরিচয় । আপনার অনেক গল্প পড়েছি , পড়বো । অনেক উপন্যাস পড়েছি আরো পড়বো । কবিতা আঁকা ছড়া দেখে মুগ্ধ হয়েছি এবং ভবিষ্যতে আরো হবো । চলতে থাকুক মি. বাবান জাদু ....
❤️❤️❤️
পড়তে থাকো। সাথে থাকো। আমার সাফল্য ফোরামের কাছে কতটা জানিনা কিন্তু তোমাদের মনে যে সামান্য জায়গা আদায় করতে পেরেছি এটাই তো প্রাপ্তি। ওই রকি ভাইয়ের ভাষায় - your heart is my territory
(23-04-2022, 11:05 PM)Jupiter10 Wrote: ১৯০০ রেপুটেশনের জন্য হার্দিক অভিনন্দন বাবান দাদা। গসিপ তথা সমস্ত সাহিত্য জগতে আপনার নাম উজ্জ্বলিত হয়ে উঠুক। যদি আপনি আমার চেয়ে বয়সে বড় হয়ে থাকেন তাহলে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। আর ছোট হয়ে থাকেন তো আশীর্বাদ নেবেন। আপনি আরও উন্নতির শিখরে উঠুন। সুনাম খ্যতি ছড়িয়ে পড়ুক সাহিত্য জগতে। বিভিন্ন স্বাদের গল্প এবং উপন্যাস পাঠক প্রেমী দেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ্য থাকুন।
অনেক ধন্যবাদ জুপিটার দা ♥️
বড়ো হই বা ছোট মোরা দুজনেই লেখক। মনে যা কিছু আসে লিখে ফেলি এই ডিজিটাল খাতায়। তারপরে বিলিয়ে দি পাঠকদের মাঝে। তারা পড়ে যখন নিজ মতামত দেয় সত্যিই ভালো লাগে। এটাই তো প্রাপ্তি মোদের। আপনিও নিজ গুনে এগিয়ে যেতে থাকুন ও সুস্থ থাকুন । আর ছবি আঁকতে থাকুন। ওটা একেবারে ছেড়ে দেবেন না।