23-04-2022, 11:05 PM
(23-04-2022, 03:20 PM)Baban Wrote:যাত্রাপথে পেয়েছি পথিক
কেউবা দুস্টু কেউবা সঠিক
কেউবা আপন হয়েছে নিজ গুনে
জায়গা করেছে এই লেখকের মনে
কেউবা করেছে নানান আর্জি
শুনেছি কখনো বা মেনেছি নিজ মর্জি
লিখেছি যত আবোল তাবোল
ভুলভাল এসবই আমার সম্বল
আর আছে তোমাদের ভালোবাসাগুলি
কোনোদিনও কি আমি সেগুলো ভুলি?
লেখার ভুত মাথায় নিয়ে
শুরু যাত্রা গেছি এগিয়ে
পেয়েছি পাশে এক এক করে
ক্রমশ তাহা গেছে বেড়ে বেড়ে
আজকে পেয়েছি এই যতকিছু
তোমরাই দিয়েছো করে মোর পিছু
থাকো এইভাবে, করে যাও পিছা
এগিয়ে চলি মোরা এইটুকুই ইচ্ছা
ধন্যবাদ
১৯০০ রেপুটেশনের জন্য হার্দিক অভিনন্দন বাবান দাদা। গসিপ তথা সমস্ত সাহিত্য জগতে আপনার নাম উজ্জ্বলিত হয়ে উঠুক। যদি আপনি আমার চেয়ে বয়সে বড় হয়ে থাকেন তাহলে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। আর ছোট হয়ে থাকেন তো আশীর্বাদ নেবেন। আপনি আরও উন্নতির শিখরে উঠুন। সুনাম খ্যতি ছড়িয়ে পড়ুক সাহিত্য জগতে। বিভিন্ন স্বাদের গল্প এবং উপন্যাস পাঠক প্রেমী দেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ্য থাকুন।