23-04-2022, 09:47 PM
(23-04-2022, 03:20 PM)Baban Wrote:যাত্রাপথে পেয়েছি পথিক
কেউবা দুস্টু কেউবা সঠিক
কেউবা আপন হয়েছে নিজ গুনে
জায়গা করেছে এই লেখকের মনে
কেউবা করেছে নানান আর্জি
শুনেছি কখনো বা মেনেছি নিজ মর্জি
লিখেছি যত আবোল তাবোল
ভুলভাল এসবই আমার সম্বল
আর আছে তোমাদের ভালোবাসাগুলি
কোনোদিনও কি আমি সেগুলো ভুলি?
লেখার ভুত মাথায় নিয়ে
শুরু যাত্রা গেছি এগিয়ে
পেয়েছি পাশে এক এক করে
ক্রমশ তাহা গেছে বেড়ে বেড়ে
আজকে পেয়েছি এই যতকিছু
তোমরাই দিয়েছো করে মোর পিছু
থাকো এইভাবে, করে যাও পিছা
এগিয়ে চলি মোরা এইটুকুই ইচ্ছা
ধন্যবাদ
Ovinondon dada