23-04-2022, 12:35 PM
(This post was last modified: 23-04-2022, 12:37 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-04-2022, 11:35 AM)Somnaath Wrote: লতিকা মামীর বাংরেজি just ফাটাফাটি হয়েছে। এর আগেও লক্ষ্য করেছি তোমার sense of humour অসাধারণ। ইলিশ চিংড়ী এবং চিকেন একসঙ্গে পুরো চুমু।![]()
তুমি যে এত খাদ্য রসিক এবং পেটুক, লোকের বাড়িতে গেলে কখনো বিড়ম্বনায় পড়তে হয়নি তোমাকে বা ওদেরকে?
দু'কান কাটা বেহায়া যারা হয় অর্থাৎ আমি .. এরা কোনোদিন কোনো পরিস্থিতিতেই বিড়ম্বনায় পড়ে না। তবে হ্যাঁ, যাদের বাড়িতে আমি নিমন্ত্রিত হয়ে যাই, তারা মাঝে মাঝে অবশ্যই বিড়ম্বনায় পড়ে যায়। এর মধ্যে যারা মুখচোরা স্বভাবের মানুষজন তারা সামনে কিছু বলতে পারে না, আমি ফিরে এলে অবশ্যই গালাগালি করে হয়তো। কিন্তু যাদের মুখ আলগা অর্থাৎ মুখরা .. তারা মুখের উপর যা বলার বলে দেয় .. যদিও এসব আমি গায়ে মাখি না .. কারণ कुछ पाने के लिए कुछ खोना पड़ता है ..
এইরকম প্রচুর উদাহরণ আছে তার মধ্যে একটা বলছি। এইবছর অন্নপূর্ণা পুজোতে চন্দননগর ফটকগোরার কাছে আমার এক মহিলা সহকর্মীর বাড়িতে নিমন্ত্রণ ছিলো (প্রতিবছরই থাকে)। সেখানে এক দিন নিরামিষ খাওয়ানো হয়, একদিন আমিষ খাওয়ানো হয়। দুইদিনই আমার নেমন্তন্ন ছিলো। যেদিন নিরামিষ খাওয়ানো ছিলো .. খেতে বসার আগে আমার সহকর্মী আমাকে বললো "এই শোনো .. তুমি কিন্তু কুড়ি-পঁচিশটা লুচি খেয়ে নেবে না .. maximum ১০ টা খেতে পারো .. এটা আমার শ্বশুরবাড়ি, এখানে আমার একটা prestige আছে .. সেরকম হলে আমি কালকে তোমার জন্য এখানে যা যা হয়েছে সব কিছু নিয়ে যাবো অফিসে।"
পরের দিন আমিষ খাওয়ানো ছিলো .. সেদিন যখন ক্যাটারারের মালিক (আমার পরিচিত) বললো তপসে মাছের ফ্রাইটা আনলিমিটেড করেছি .. সেই শুনে আমি তো খুশিতে পাগল হয়ে গেলাম। ব্যাপারটা লক্ষ্য করে আমার সহকর্মী এসে সেই ক্যাটারারের মালিক ভদ্রলোককে সাবধান করে দিয়ে বললো "এর সামনে এইসব unlimited এর কথা বলবেন না .. এর কাছে unlimited মানে unlimited .. সংখ্যা দিয়ে কিন্তু আর তখন ও বিচার করবে না .. একটার পর একটা সাঁটিয়ে যাবে .. ওকে বলুন maximum চারটে দেওয়া হচ্ছে।" কথাগুলো আড়াল থেকে শুনে প্রথমে দুঃখে বুক ফেটে গিয়েছিল, কিন্তু আমি কোনো কাজ সম্পূর্ণ না করে ছাড়ি না। তাই মনস্থির করলাম - অতিথি হলো নারায়ন, যে যা খুশি বলে বলুক .. নেমন্তন্ন খেতে যখন এসেছি, পেট পুরে খেয়ে তবেই বিদায় হবো।