23-04-2022, 12:34 PM
(23-04-2022, 12:11 PM)sudipto-ray Wrote: আমার দেওয়া বৈশালীর কাল- বৈশাখী তকমাটা তাহলে ভুল নয়। এই কুচক্রী মহিলা কতদূর যেতে পারে, সেটাই দেখার। অনিরুদ্ধর কথা ভুলে যাবেন না, ভবিষ্যতে ওর কুকর্মের শাস্তি যেন ও পায়।
ষড়যন্ত্রকারীর সংখ্যা যখন অনেক, তখন তো আর রক্ষে নেই। গল্পে বাস্তবতা আনতে হলে, ষড়যন্ত্রকারীদের সব পরিকল্পনা ধারাবাহিকভাবে সফল হতে দেওয়া যাবে না। তাদের কিছু পরিকল্পনা ভেস্তে দিতে হবে, তাহলে পাঠকদের মধ্যে সাসপেন্স তৈরী হবে। এই সাসপেন্সই গল্প পড়ার আগ্রহ বাড়ায়। কিছু ভুল বললাম কি???
সত্যি বলতে কি, অরুদ্ধতীর জন্য আমারও খারাপ লাগছে। তবুও সত্যটা মানতেই হবে। একটা অনুরোধ, অরুর দেহ অপবিত্র হলেও, মনটা যেন অপবিত্র না হয়। অন্য কিছু নয়, আমি অন্তরের মানসপটে দেখতে পাচ্ছি এমন এক নারীকে, যে সমস্ত দুঃখ-কষ্ট ও ব্যাথা-বেদনা সহ্য করে এবং নিজেকে আত্মবিসর্জন দিয়ে রক্ষা করছে তার পরিবারকে। আর দেখতে পাচ্ছি, তার অন্তরের গভীরের কান্না ও যন্ত্রণা।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ কোনো ভুল বলোনি .. একদম সঠিক কথা বলেছো .. ছলচাতুরি করে, ষড়যন্ত্র করে, ফাঁদে ফেলে শরীর অপবিত্র করে দিলেও মন অপবিত্র করা যায় না, যতক্ষণ না সে নিজে চাইছে। অনিরুদ্ধ অবশ্যই শাস্তি পাবে .. কিন্তু সময় লাগবে। তবে সব ক্ষেত্রে যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য দুর্বৃত্তদের নাগপাশে বাঁধা পড়বে অরুন্ধতী তা কিন্তু নয় .. কিছু ক্ষেত্রে পরিস্থিতির শিকার হয়ে নিজের উপসী শরীরের কাছে হার মেনেও হয়তো .. থাক আর বললাম না।