23-04-2022, 12:23 PM
(22-04-2022, 04:51 PM)bourses Wrote: অসাধারন লাগছে ভাই... যে ভাবে দুটি নারীর মাঝে রেখে মানসিক দন্দকে তুলে এনেছ, তা অনবদ্য... পড়তে পড়তে মনেই হয় যে এটা তোমার প্রথম লেখা গল্প বলে... চালিয়ে যাও... সাথে আছি...
ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।
রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।
একটু পরেই
ভিজব আমি ভিজবে তুমি এসব যখন খবর পড়ে ;
ঠিক তখনই
আতর মেখে রিং বেজে যায় রাইয়ের স্বরে।
তারপর পর পরই !
দরজায় ভেতর ব্যর্থ হয় আকাশ পাড়ের জোংস্না স্নান।
বলব কি আর !
ঘরের মধ্যেই এখন আমার একফালি চাঁদ, চাঁদের সমান।
ভারি সুন্দর