23-04-2022, 10:17 AM
(23-04-2022, 09:44 AM)Bichitro Wrote: কামরাজ নামটা যে এমনি এমনি রাখেন নি সেটা বোঝা গেল .... অরুন্ধতীর উপর নিশীথ ছাড়াও যে কারোর নজর আছে সেটা দেখে আরো খারাপ লাগলো
লতিকা দেবী মনে হয় কিছু একটা করবে ... মানে সেই দেবযানীর মত
আর ওই ভিডিওটাই মনে হয় ব্রহ্মাস্ত্র
এখন সবকিছু অনিরুদ্ধের হাতে .... পুরুষ ঠিক থাকলেই ঘর বাঁচবে এমন একটা বার্তা পাচ্ছি এই গল্পে । যেটা শ্রীতমা তেও পেয়েছিলাম হাল্কা ।
❤️❤️❤️
আমি রিপিটেশন পছন্দ করি না .. দেবযানীর চরিত্র এবং কাহিনীতে তার সঙ্গে ঘটা ঘটনা প্রবাহের সঙ্গে লতিকা দেবী চরিত্রের কোনো মিল নেই - এখন এটুকুই বলতে পারি।
চক্রব্যূহের অরুণের সঙ্গে গোলকধাঁধার অনিরুদ্ধর আকাশ-পাতাল তফাৎ। চেহারার গঠনগত পার্থক্য থেকে শুরু করে স্বভাব-চরিত্র সব জায়গাতেই বিস্তর ফারাক।
দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে চরিত্রগুলির জন্য।