23-04-2022, 09:44 AM
(22-04-2022, 09:26 PM)Sanjay Sen Wrote: একে নিশীথে রক্ষে নেই তার উপর কামরাজ আর এমএলএ মানিক সামন্ত দোসর। তবে আমার তো হেডমাস্টারের থেকে কামরাজকে অনেক বেশি ভয়ঙ্কর লোক বলে মনে হলো, খেলাটা পুরো তারই সাজানো। এদিকে কুমড়ো পটাশ মামীর ভবিষ্যতে কিছু activities থাকবে বলে আমি মনে করি।
আর ওই ডিভিডি - ওটাই তো ট্রামকার্ড এই খেলার।
আবার ... আবার এই লোকটা আমার কমেন্ট নিজের নামে চালাচ্ছে
কামরাজ নামটা যে এমনি এমনি রাখেন নি সেটা বোঝা গেল .... অরুন্ধতীর উপর নিশীথ ছাড়াও যে কারোর নজর আছে সেটা দেখে আরো খারাপ লাগলো
লতিকা দেবী মনে হয় কিছু একটা করবে ... মানে সেই দেবযানীর মত
আর ওই ভিডিওটাই মনে হয় ব্রহ্মাস্ত্র
এখন সবকিছু অনিরুদ্ধের হাতে .... পুরুষ ঠিক থাকলেই ঘর বাঁচবে এমন একটা বার্তা পাচ্ছি এই গল্পে । যেটা শ্রীতমা তেও পেয়েছিলাম হাল্কা ।
❤️❤️❤️