23-04-2022, 08:20 AM
(22-04-2022, 11:59 PM)nextpage Wrote: পর্ব - আঠারোবড় সুন্দর লিখছেন। পড়ে মন ভরে যায়।
আমরা সকাল থেকে রাত অব্দি এই যে এত গাধার খাটুনি খেটে যাই কিসের জন্য। দায়িত্বের চাপে মেরুদণ্ড গুলো হালকা বাঁকা হতে থাকে কিন্তু সেটাকেই আড়াল করে কেন মিথ্যে হাসির ফোয়ারা ছোটাই মুখে। হাতের তালুয় কড় ধরে যায়, পায়ের তালুতে বয়ড়া। সাংসারিক চাপ, সামজিক চাপ, পারিপার্শ্বিক চাপ সবই সয়ে যাই কিসের তরে??