22-04-2022, 09:39 PM
গুরু কি আপডেট মাইরি। তুমি বলেছিলে নতুন চরিত্ররা আসছে। তাদের দেখা পাচ্ছি। তা সে ভালো হোক বা মন্দ। কামরাজ নাম যার তার তো চরিত্রে ওই বিশেষ গুন থাকবেই। আবার সে আরেকজনের প্রিয় বন্ধু। আবার নিশীথ বাবু ডিভিডি তে কিসব লিখছিলো। এবারে সেই ডিভিডি যাবে একটা ঠিকানায়। কোন ঠিকানা সেটা না হয় তুমিই লিখো। আমি spoiler দেওয়া পছন্দ করিনা। তবে অরুন্ধুতির এই অনিচ্ছা কাম বৃদ্ধির মুহূর্তটা চরম ছিল। পরের পর্বের অপেক্ষায়। গল্প এবারে কাঁপাতে চলেছে।
আগের সিগনেচার যেটা বানিয়েছিলাম সেটা আপডেট করে নাও। এইটা নতুন বানিয়ে দিলাম। একেবারে বাংলা ইংরেজি মিলেমিশে একাকার

![[Image: 20220422-185735.gif]](https://i.postimg.cc/hjNWtnn9/20220422-185735.gif)