22-04-2022, 09:26 PM
একে নিশীথে রক্ষে নেই তার উপর কামরাজ আর এমএলএ মানিক সামন্ত দোসর। তবে আমার তো হেডমাস্টারের থেকে কামরাজকে অনেক বেশি ভয়ঙ্কর লোক বলে মনে হলো, খেলাটা পুরো তারই সাজানো। এদিকে কুমড়ো পটাশ মামীর ভবিষ্যতে কিছু activities থাকবে বলে আমি মনে করি।
আর ওই ডিভিডি - ওটাই তো ট্রামকার্ড এই খেলার।
আর ওই ডিভিডি - ওটাই তো ট্রামকার্ড এই খেলার।