22-04-2022, 04:41 PM
(21-04-2022, 07:22 PM)Baban Wrote: খুবই অন্যরকম একটা পর্ব। তবে আমিও ভাবছিলাম সেই অতদূরের হলেও এই যোগাযোগটা কি সত্যিই হারিয়ে গেলো? কিন্তু তুমি যে আবার সেই অতীত আর দূরত্ব দুটোকেই আমাদের কাছে নিয়ে আসলে সেটা পড়ে ভালো লাগলো। আমি জানিনা এতে কোনো অন্য ব্যাপার আছে কিনা। আমার মনে হয় হয়তো নেই কিন্তু বাকিটা তো তোমার আর ওই ম্যাডামের হাতে।
তবে কেন জানি এরকম একটা চিঠি পড়তে মনে হলো পড়তে শার্লক হোমসের কোনো গল্পের একটা অংশ পড়ছি। ♥️♥️♥️♥️
ঠিকই ধরেছ... এখানে ম্যাডামের কোন বিপদের পূর্বাভাস নেই কোন... নিশ্চিন্তে থাকতে পারো... আর হ্যা... এই ভাবে বলো না প্লিজ... ওই সব হোমস টোমস এর মত ভাবলে কেমন গন্ডগোল হয়ে যায় লেখার সময়... যা মনে আসে, তাই লিখি, এখন এই সব বলে ভড়কে দিলে কি করে হবে বলো তো! ভয় পেয়ে যাবো তো!!!!