22-04-2022, 04:40 PM
(21-04-2022, 06:08 PM)Bumba_1 Wrote: মামা স্যামুয়েলের এই চিঠি কি কোনো ছল নাকি নিতান্তই স্নেহের বশবর্তী হয়ে .. ব্যাপারটা ভাবাচ্ছে আমাকে .. দেখা যাক কি হয় .. অপেক্ষায় রইলাম ..
না না, এতো ভাবনা চিন্তা কোরো না... কোন বিপদের সম্ভাবনা নেই এবারে চন্দ্রকান্তার... নিশ্চিন্তে থাকো... আসলে আমাদের মনটাই এমন হয়ে গিয়েছে আজকাল... সাদা মনে ভালো কে আর ভালো বলে নিতে ভুলে গিয়েছি বোধহয়... একেই বোধহয় সমাজের অবক্ষয় বলে থাকে... নয়তো আগে ভাবো না, একজন শিক্ষক নির্দিধায় কোন ছাত্রীর মাথায় পীঠে সস্নেহের হাত রেখে কথা বলতে দ্বিধা বোধ করতেন না কখন, কিন্তু আজকাল সোসাল মিডিয়ার দৌলতে এই গুড টাচ আর ব্যাড টাচ শুনতে শুনতে নিষ্পাপ মনগুলোও সব টাচএর ব্যাকরণ গুলিয়ে ফেলেছে কেমন যেন... সব টাচ্ কেই আজকাল এরা এক পর্যায়ে ফেলে বিচার করতে শুরু করে দেয়...
