22-04-2022, 01:48 PM
(22-04-2022, 11:33 AM)Baban Wrote: লেখার হাত যে কি অসাধারণ সেটা আগেই বলেছি। আর সেটাই আসল জাদুটা করে। এমন গল্পর থিম হয়তো আগেও পেয়েছি এক পুরুষ দুই নারী কিন্তু কজন এমন সুন্দর করে প্রতিদিনের কিছু মুহূর্ত ফুটিয়ে তুলতে পারে? প্রেম আকর্ষণ মায়া তো আসবেই গল্পের স্বার্থে, কিন্তু যেটা আসল ব্যাপার সেটা হলো এমন কিছু লাইন যা ফুটিয়ে তুলবে মনের ভেতরের আসল চাহিদা আর বাইরের সমাজের সাথে লড়তে থাকা যোদ্ধার মধ্যে আজও বেঁচে থাকা সেই শান্ত রূপটা। দুই পর্বই সুন্দর লাগলো। দ্বিতীয় পর্বে প্রেমের ব্যাপারটা বেশি কিন্তু তার আগের পর্বের লেখনী যেন আরও উন্নত। দারুন এগোচ্ছে। ♥️
কাল আপনার আপডেটের পর নিজের লেখা গুলো কেমন নস্যি লাগছে।
তারপরও আপনাদের লেখা পড়ছি, শিখছি আর শিখতে চাই।
কলেজে বাংলা স্যার বলতো যত সম্ভব হবে তত পড়বে, একটা সময় দেখবে তোমাকে আর শব্দ খুঁজতে হবে না। শব্দরা তোমায় খুঁজে নিবে।
❤️❤️
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।