21-04-2022, 07:15 PM
(21-04-2022, 06:24 PM)bourses Wrote: বৈশালীর কথাগুলো যে মিথ্যা, সেটা আমারও মনে হয়েছিল... কারন হটাৎ করেই তার শ্বশুর বাড়ীর লোকেরা গয়নার পরিবর্তে টাকা চেয়ে বসবে, সেটা হতে পারে না... এটা যে সম্পূর্ণ ভাবে ফাঁসাবার জন্যই সে বলেছিল, সেটা তখনই বোঝা গিয়েছিল... কিন্তু এখন দেখার কতটা গভীর চোরাবালি সে সৃষ্টি করতে পেরেছে, সেটাই... অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছি...
একদমই তাই .. অরুন্ধতীকে অধিকতর ভালো প্রতিপন্ন করার জন্য বৈশালীকে তো একটু খারাপ হতেই হবে। দেখা যাক চোরাবালি কতটা গভীর বলা ভালো কতটা অজানা হতে চলেছে।
(21-04-2022, 06:37 PM)Somnaath Wrote: সবই ঠিক আছে , তবে এবার বৈশালীর পর্ব ছেড়ে একটু অরুন্ধতীর পর্বে ঢোকো দাদা , খাপে খাপ বুদ্ধের বাপ - এবার শুরু হোক একটু।
অত বড় আপডেটের মাত্র কয়েকটা ছত্র তুলে ধরেছি। অরুন্ধতীর দিকে তো বিষয়টা ঘুরে গেছেই .. কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য চরিত্রগুলি বিশেষত অনিরুদ্ধ এবং বৈশালীর কথা উল্লেখ না থাকলে ব্যাপারটা গ্রহণযোগ্য হবেনা পাঠকদের কাছে।