21-04-2022, 06:55 PM
উফফফফফ একে বলে অণু কামুক গল্প। কৌতুক গল্প তো অনেক পেলাম। আজ অনেকদিন পর আপনার থেকে এরকম একটা লেখা পেলাম। কবিতাটা পড়ে অনেকের মজা লাগতে পারে কিন্তু শেষের ওই উপসংহার উফফফ সাংঘাতিক। একেই হয়তো বলে অবৈধ এক চাওয়া এক প্রেম যেন একবার এসেছিলো নীরবে। আবারো ফিরে পেলো দুজনায়। নাই বা রইলো শরীরী বাঁধা। হাতে হাত নিয়ে হোক নতুন সূচনা।