21-04-2022, 05:37 PM
(14-04-2022, 07:09 PM)জীবনের জলছবি Wrote: প্রথমেই আপনাকে অকুন্ঠ ধন্যবাদ আপনার এই উত্তর এর জন্য। হ্যাঁ আপনি ঠিক ই বলেছেন যে চন্দ্রকান্তা সত্য ই নারীর প্রকৃত স্বরুপা। সে একাধারে চৌষট্টি কলার পারঙ্গম সংহিতা, আবার মহাকালী র রৌদ্র রুপের সঙ্গম।
আমাদের অশেষ সৌভাগ্য যে চন্দ্রকান্তা আপনাকে তার সমস্ত অস্তিত্ব র রুপ আমাদের সন্মুখে উপস্থিত করতে বলেছেন। আর এটা ও তার এক অতি সঠিক সিদ্ধান্ত যে আপনার মত এক অতি উচ্চমানের অসাধারন লেখক তার জীবন কাহিনী লিখছেন। আপনার উপমা একদম সঠিক
আপনি শ্রীগনেশ আর চন্দ্রকান্তা মর্হষি বেদব্যাস
ধন্যবাদ আমার প্রাপ্য নয় মোটেই... এ সবই আমার গল্পের নায়িকার প্রাপ্য... কারন সে যদি না আমায় তার জীবন কাহিনী লিখতে উদ্ভুদ্ধ করতো, তাহলে হয়তো এই উপন্যাস আপনাদের সামনে নিয়ে আসার কল্পনাও করতে পারতাম না আমি... প্রথমেই যে সে নিজেকে আমার কাছে সম্পূর্ণ রূপে মেলে ধরেছিল, তা কিন্তু নয়... একটু একটু করে নিজেকে আমার সাথে পরিচিত করিয়ে ছিল তার ভিতরের সত্তাকে... সমন্নয় ঘটিয়েছিল তার চারিত্রিক বৈশিষ্টের সাথে আমার পছন্দ অপছন্দগুলিকে... মিথ্যা বলবো না, প্রলুব্ধ করেছিল আমাকে তার জীবন কাহিনী নিয়ে গল্প শুরু করার... হ্যা... সততই সে ব্যাসদেবের মত ধীরে ধীরে নিজের কাহিনী বিন্যাস খুলে মেলে ধরেছিল আমার সামনে, আর তাই বোধহয় এত সহজ হয়েছে আমার কাছে তার জীবন নথিগুলো তুলে ধরতে... আজ আমার নায়িকার নতুন দিগন্তে প্রবেশ ঘটবে... সাথে থাকুন... সব জানতে পারবেন একটু একটু করে... আরো কাছ থেকে তাকে চেনানোর চেষ্টা করবো আমিও...
ভালো থাকুন, সাথে থাকুন...