21-04-2022, 11:52 AM
(21-04-2022, 11:42 AM)Baban Wrote: খুব খুব সুন্দর ছড়া। ছোটদের জন্য লেখা সোজা নয়। নিজেকে পুরো অন্যভাবে বাচ্চাদের মতো বা তাদের কথা মাথায় রেখে লিখতেও বাঁধা পেতে হয়। কারণ মানুষ বড়ো হবার সাথে সাথে তার নিজস্ব কচি সত্তা গায়েব হতে শুরু করে। কিন্তু যারা সেই বাচ্চাটাকে আজও বাঁচিয়ে রেখেছে নিজের মধ্যে তারাই পারে এমন মিষ্টি কিছু লিখতে। আর বিচিত্র ভায়াকে নিয়ে কি কইবো? মনে যা মুখেও তা। কোনো লুকোচুরি নেই। তবে কবে যে আবার কিছু লিখবে কে জানে। ভালো থাকো সুস্থ থাকো সবাই।
♥️♥️♥️♥️♥️♥️
শেষে বলি ছবিটা কিন্তু খুব সুন্দর এঁকেছো। ভিড়ের ছবি আঁকতে কোনো আলসেমি করোনি যেটা অনেকেই করে শুধু শেষের দিকে মুন্ডু একে দিয়ে। দেখে ভালো লাগলো। ওই ছোটবেলায় শেখা কথাটা মনে পরে গেলো - যত ভালো ডিটেলিং, ততই জীবন্ত ছবি ❤
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ ❤
একদমই তাই .. ছোটদের কিছু শেখাতে গেলে, ছোটদের কে পড়াতে গেলে, ছোটদের জন্য কিছু লিখতে গেলে .. ছোটদের মতো করেই ভাবতে হয় .. সেটা অনেকাংশে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা থেকে অনেকটাই কঠিন। এটা তুমি ভালো জানবে, কারণ শিশুদের জন্য বেশ কিছু সৃষ্টি আছে তোমার।