20-04-2022, 05:13 PM
(16-04-2022, 06:58 PM)Bumba_1 Wrote: যেরকম লেখনী .. সেইরকম রতিক্রিয়ার বর্ণনা .. তোমার লেখা পড়ে আমি সমৃদ্ধ হই .. তুমি হলে এই সাইটের একজন অন্যতম রত্ন .. চলতে থাকুক তোমার কলম .. রেপুর কোটা শেষ .. কাল মনে করে অবশ্যই দিয়ে দেবো
সত্যি বলতে এই ফোরামে এখন অনেক ভালো ভালো লেখক আজকাল তাদের গল্প আমাদের উপহার দিচ্ছে... নতুন লেখক, কিন্তু গল্পের বিষয়বস্তু ও সেই সাথে লেখার দক্ষতা দেখে বোঝার উপায় নেই যে তারা নবীন বলে... আর তার সাথে তো রয়েইছে তোমাদের মত কিছু মানুষ, যারা গল্পকে কি করে উপভোগ্য করে তোলা যায়, সে ব্যাপারে সম্পূর্নরূপে পারদর্শি... আর আমার কথা... সে তো হটাৎ করেই একদিন ইচ্ছা হয়েছিল লিখবো, তাই লেখা শুরু করেছিলাম... সেটা যে তোমাদের ভালো লাগে, সেটাই অনেক... এই টুকুই তো চাহিদা তোমাদের কাছ থেকে... ও সব রত্ন টত্ন কিছু না গো... যেমন যেমন মাথার মধ্যে ঘুরপাক খায়, তেমন করেই আঙুল চালিয়ে যাই কি-বোর্ডের উপরে... আর এই গল্পটা তো সম্পূর্নই চন্দ্রকান্তার পর্যবেক্ষনে লিখে চলেছি... এতটুকু এদিক ওদিক হলে কি রক্ষে আছে নাকি আমার! হা হা হা...