20-04-2022, 05:11 PM
(17-04-2022, 02:34 PM)Baban Wrote: অনেকেরই কাছে মনে হতে পারে স্বামী স্ত্রীর যৌন মিলন তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে আলাদা করে কাম উত্তেজনা জাগরণের খোরাক কোথায়? কিন্তু আমি বলি ওই দুই দম্পতির রাতের অন্তরঙ্গ মুহূর্ত যদি এরকম ভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে তা অবৈধ মিলন দৃশ্য উপভোগের সমান বা তার থেকেও কোনো ক্ষেত্রে এগিয়ে। কারণ নিজের চেনা পুরুষ বা নারীটিকে কাছে টেনে নিয়ে কাম লীলায় মত্ত হওয়াতে একটা অন্যরকম উত্তেজনা আছে সেটা যদি ব্রেন উপভোগ করতে শুরু করে তাহলে আলাদা রকম ভালোলাগা কাজ করে। বিশেষ করে স্বামী স্ত্রী নামগুলো ব্যবহার না করে ছেলের বাবা, বাবুর মা, আমার মরদটা, ছেলের বাপটা, আমার ছেলের মামনি এগুলো ব্যবহার করা যায় তাহলে আলাদাই একটা ম্যাজিক কাজ করে সেই পর্বতে।
সব মিলিয়ে দুর্দান্ত একটা পর্ব।
একদম ঠিক বলেছ... পরকিয়ার এক অনন্য আকর্ষণ থাকা সত্তেও বলতেই হয়, স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে থাকা যৌনতা যেন অন্য মাত্রা নিয়ে আসে... সেখানে দুটি শরীরের একে অপরের সাথে সুপরিচিত মিলনে মিশে থাকে প্রত্যহের দাম্পত্য আশা ভরসা আকাঙ্খা বিশ্বাস আর অপরিসীম ভালোবাসা... তোমার দেওয়া গল্পের বিশ্লেষন বরাবরই এক সম্পদ যে কোন লেখকের গল্পে... এই ভাবেই তোমার বিশ্লেষন উপহার দিয়ে যেও আমাদেরকে... আমরা সততই আপ্লূত তোমার মত একজন বন্ধুকে আমাদের পাশে পেয়ে...
কাল নতুন অধ্যায়...