19-04-2022, 01:36 PM
এটাকে চোরাবালি ছাড়া আর কি বলার আছে? এই ভাবে একটু একটু করে তলিয়ে যাওয়া... উফফফফ... অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে... প্রচন্ড কাজের চাপে আজকাল প্রায় কারুর গল্পই পড়া হয়ে ওঠে না আমার... শুধু মাত্র বাবানএর গল্প সময় বের করে একটু একটু করে পড়ি... আর সেই সাথে যোগ করতে বাধ্য হলাম তোমার এই গোলকধাঁধায় ভরা গল্পটিও... আগে এক বাক্যে বলতাম আমাদের এই ফোরামে পিনুরামের মত গল্প কারুর পক্ষে বলা সম্ভব নয়... কিন্তু আজ সেটা বলার জায়গা রাখনি তুমি বা বাবান... তোমাদের মত লেখক পিনুরামের অনুপস্থিতি অনেক, অনেকটাই পরিপূর্ণ করে দিয়েছ... চালিয়ে যাও... সাথে আছি...