19-04-2022, 01:23 PM
(This post was last modified: 19-04-2022, 01:24 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
সত্যি কত লেখক কবি লুকিয়ে আছে অন্তরে মোদের। তবু তাদেরকে তোয়াক্কা না করে মানব সমাজ এমন কি তারা নিজেরাও ছুটে চলেছে অর্থর পেছন। সাফল্যের উচ্চ পর্যায় পৌঁছনোর প্রবল চাহিদা মোদের। নানা ভুল নেই মোটেও তাতে। কিন্তু ঠিক কতটা জানি কি আমরা? জেতার নেশা নিয়ে হাত বাড়িয়ে অলীক সুখের পথে। কিন্তু আমরা ভুলেই যাই মরা অনেক আগেই সফলতা পেয়ে গেছি। নিজের ভেতরের সেই সত্তাটাকে উপেক্ষা করে এগিয়ে চলেছি তাও। কারণ ঐযে আরও আরও সাফল্য চাই। তবেই না মোরা মানুষ।
এক পাহাড় ভালোবাসা অনুগল্পটা সত্যিই অসাধারণ। ♥️
এক পাহাড় ভালোবাসা অনুগল্পটা সত্যিই অসাধারণ। ♥️