18-04-2022, 01:01 PM
(18-04-2022, 11:18 AM)Bumba_1 Wrote: বাহ্ .. পারস্পরিক টানাপোড়েনের এক অপূর্ব বর্ণনা পেলাম এই পর্বে। বাই দ্যা ওয়ে .. চা খেলে কিন্তু ঝাল কিছুটা হলেও কমে .. এ কথা সর্বৈব সত্য।
আপনি দাদা সাধারণ কেউ নন। কিসে ঝালের প্রভাব কমবে সেটা আপনার চেয়ে ভাল আর কে জানবে।
দাদার কবিতার থ্রেড ঘুরে এসে একটা প্রণাম করবার ইচ্ছে জেগেছে। এমন সব প্রতিভা আর গুনীজনের এখানে আছে যাদের চরণের ধুলিও আমার কাছে অনেক। আপনাদের আর্শীবাদ আমার জন্য অনেক কিছু।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।