17-04-2022, 11:02 PM
(17-04-2022, 10:31 PM)Baban Wrote: এই ভুলটি করিওনা লেখক মহাশয়। এই লেখা আগে তোমার তারপরে আমাদের। তুমি যেটা ভাবছো বা ভেবে রেখেছো সেটার সাথেই যুক্ত থাকো। অনেক সময়ে গল্প ও লেখক ক কঠিন পদক্ষেপ নিতে হয় না চাইলেও। চরিত্রদের ভালোই যদি দেখাতে চাও তাহলে আর এই পরিস্থি সৃষ্টির প্রয়োজন কি?
একটা কথা মনে রাখতে হবে আমরা সবাই ভালো হলেও মন্দ। আর ওই মন্দটাই আমরা উপভোগ করি। সরাসরি না হলেও ভেতরের সেই অচেনা মানুষটা সেটাই খোঁজে। তাই তুমি যা ভেবে রেখেছো সেটাই লেখো। পাল্টানোর প্রয়োজন নেই। হ্যা উন্নত কিছু তুলে ধরতে পরিবর্তন অবশ্যক কিন্তু লেখার রস্তা পাল্টে অন্য পথে হেটো না।
হ্যাঁ, আসলে অন্যরকম কিছু হবে বলেই তো চরিত্রটিকে এত neat and clean ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে উত্তেজনা অধিকতর বৃদ্ধি পায়। ঠিক আছে .. তাহলে নিজের মতোই চলি।