17-04-2022, 10:18 PM
(17-04-2022, 09:39 PM)Sanjay Sen Wrote: অনিরুদ্ধটা কি শয়তান রেএএএএএএএএ আর ওর রক্ষিতা ওই বৈশালী একটা নচ্ছার মেয়ে মানুষ, মেয়েরাই মেয়েদের শত্রু হয় এটা প্রমাণিত। তবে মিস্টার চক্রবর্তী একদম রামঠাপ দিয়ে একেবারে উচিৎ শিক্ষা দিয়েছে শয়তান দুটোকে।
আমি তো তোমার লেখনীর সম্বন্ধে ওয়াকিবহাল - তুমি ভালোর ভালো, কিন্তু যখন মন্দ হতে শুরু করো তখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও। এর আগের গল্পগুলোতে শিখা, নুপুর দেবী, পৃথা, শ্রীতমা, সোমা, দেবযানী দেবী, নন্দিনী - এদের কি অবস্থা করা হয়েছিল সে তো আমরা জানি। আমি সরল সাদাসিদে অরুন্ধতীর প্রেমে পড়ে গেছি। আমি জানি তুমি ওকেও নষ্ট করাবে তোমার এই কাহিনীতে। শুধু একটাই অনুরোধ - ওকে খুব বেশি কষ্ট দিওনা।![]()
আমার এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে তুমি যে এইভাবে নিজের ক্ষোভ, সম্মান এবং ভালোবাসা প্রধান করছো এতেই প্রমাণ হয় আমার লেখা কিছুটা হলেও সার্থক। তুমি যে অনুরোধটা করেছ সেটা রাখতেই পারি, কিন্তু একটু ভেবে দেখো তো .. তুমি যেটাকে কষ্ট ভাবছো সেটা অরুন্ধতীর ক্ষেত্রে কষ্ট তো নাও হতে পারে।