17-04-2022, 10:17 PM
(17-04-2022, 09:22 PM)Baban Wrote: অসাধারণ একটা পর্ব পেলাম আজকে। মানে আবারো সেরার একটা। কারণ অনেক কিছু ছিল এই পর্বে। ষড়যন্ত্র, অপমান, স্নেহ, বিশ্বাস, শ্রদ্ধা, চাহিদা, লোভ লালসা, আর একটা নিষ্পাপ বাচ্চা। এই সমাজ সম্পর্কে যার অভিজ্ঞতা ও জ্ঞান কিচ্ছু নেই শুধুই ভালোবাসা ছাড়া। কিন্তু তার বাবা আর মা যে কি সমুদ্রে ডুব দিয়েছে ও দিতে চলেছে তা তারা জানলোনা। পড়াশুনার মতো একটা বিষয়কেও ওই শয়তান নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে যে নিজে কিনা বিদ্যালয়ের উচ্চ পর্যায়ে নিযুক্ত। কর্ম আর ক্রিয়া আর কর্ম আর চিন্তায় যে কতটা ফারাক হয় তার উদাহরণ এই পর্বে পাওয়া গেলো।
দারুন ♥️♥️♥️ পরের পর্বের অপেক্ষায় রইলাম।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ ষড়যন্ত্র, অপমান, স্নেহ, বিশ্বাস, শ্রদ্ধা, চাহিদা, লোভ, লালসা .. এইসব নিয়েই তো জীবন তথা আমাদের সমাজ। চেষ্টা করছি/করবো এর প্রত্যেকটা দিক আলাদা আলাদাভাবে তুলে ধরার।