16-04-2022, 09:19 PM
(16-04-2022, 07:38 PM)Sanjay Sen Wrote: welcome back বুম্বা আশা করি শরীর আগের থেকে ভালো এবং হাঁটাচলা খুব ভালোভাবে করতে পারছো।
আচ্ছা, কথাগুলো সম্ভবত অরুন্ধতী গোগোলের প্রধান শিক্ষককে বলছে, তাইতো? নাকি মিস্টার চক্রবর্তী কে?
বর্তমানে ভারতবর্ষের সবথেকে নামকরা হসপিটালে ভর্তি থেকে এবং একদম প্রথম সারির একজন নিউরো সার্জনকে দিয়ে অপারেশন করিয়ে আমি আমার কাজ সম্পন্ন করেছি .. অর্থাৎ আমার দিক থেকে I have done my job .. এবার উনারা ঠিকঠাক কাজ করেছেন কিনা সেটা বুঝতে আরো কিছুদিন সময় লাগবে দাদা। এখন উনাদের আদেশ অনুসারে নড়াচড়া একদম বন্ধ .. তাই ভালোভাবে হাঁটতে পারছি কিনা সেটা বুঝে উঠতে পারিনি এখনো।
এবার গল্পের প্রসঙ্গে আসি .. এই সংলাপ কে কাকে বলেছে, সেটা জানতে হলে এখনো চব্বিশটা ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে তুমি একজন বুদ্ধিমান পাঠক .. আরেকটু ভালোভাবে আগের পর্বগুলো ঝালিয়ে নিলে বুঝতে পারবে মিস্টার চক্রবর্তী এমন কোনো কথা অরুন্ধতীকে বলবে না, যার জন্য তাকে এই ধরনের কথা শুনতে হবে।