15-04-2022, 05:49 PM
(11-04-2022, 11:32 AM)Bumba_1 Wrote: একজন ক্রীড়াবিদ হিসেবে সবকিছুই খেলাধুলার মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করি।
তোমার এই আপডেটের সম্পর্কে বলতে পারি .. এটি ছিল একেবারে দলগত পারফরম্যান্স। অর্থাৎ , এক্ষেত্রে ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে মিডল অর্ডার হয়ে টেলেন্ডার পর্যন্ত - সবাই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কোথাও একটুও খামতি নেই। সেই জন্যেই এতটা উপভোগ্য এবং উত্তেজক হয়ে উঠেছে তোমার এই আপডেট।
খুব ভালো লাগলো .. পরবর্তী আপডেটের অপেক্ষায়।
ক্রীড়াবিদ সুস্থ হয়ে ফিরে ক্রীজে নামার অপেক্ষায় আমরাও রয়েছি | অসংখ্য ধন্যবাদ ছাড়া আর কি বলি বলোতো দাদা? তোমরা সাথে আছো বলেই ভরসা পাই |