14-04-2022, 10:37 PM
(14-04-2022, 10:21 PM)Baban Wrote: প্রেম কথাটা ছোট... অক্ষর তার দুটো - কিন্ত কি দম মাইরি
সত্যি বলতে যত এগোচ্ছে ততই যেন আরও হারিয়ে যাচ্ছি আমি ও আমার মত বাকিরা। এই বন্ধুত্ব, অধিকার, রাগ অভিমান দুস্টুমি সব একত্রিত হলে তবেই না ভালোবাসা গল্প সত্যিকারের ভালো একটা বাসা খুঁজে পায় পাঠক বুকে।
চলতে থাকুক
ভালবাসা খরস্রোতা নদীর মত। সামনের দিকেই বয়ে চলে আর ভাসিয়ে নেয় সবকিছু। দেখা যাক নদীর জল কোথায় গড়ায়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।