14-04-2022, 07:09 PM
(14-04-2022, 05:34 PM)bourses Wrote: না না... ওই সব হুডনি টুডনি কিছু না... আমি শুধু মাত্র চেষ্টা করি... আপনাদের মত পাঠক পাঠিকাদের সামনে আমার সামান্য চেষ্টাটুকু তুলে ধরতে হাজার কাজের ব্যস্ততার ফাঁকে... যতটা পারি...
এখানে অনেকেই চন্দ্রকান্তার চারিত্রিক বৈশিষ্টগুলি দেখে চমৎকৃত হয়েছে, তার সাহস, ক্রোধ, মমতা... আসলে এগুলি হয়তো সমস্ত নারী সত্তারই প্রকাশ... নারীতো এমনই!... তার একই অঙ্গে এই রকমই তো নানান রঙের বৈশিষ্টের বহিপ্রকাশ দেখা যায়... কখন এক বা কখনও অনেক... আমি চেষ্টা করেছি আমার উপন্যাসের নায়িকাকে সমস্ত রূপ রসে রাঙিয়ে তুলতে... যাতে আপনারই মত অপর এক নারী তাকে দেখে নিজের ভিতরের সত্তাটাকে আবিষ্কার করতে পারে...
এখানে আমার যতটা না কৃতিত্ব... তার থেকে অনেক বেশি কিন্তু চন্দ্রকান্তার নিজের... সে যদি না আমার সামনে তাকে এই ভাবে মেলে ধরত, তাহলে আমি কি পারতাম তাকে গল্পের মাধ্যমে সকলের সামনে এই ভাবে তুলে ধরতে? সে ব্যাসদেবের মত ছত্রে ছত্রে নিজেকে আমার সামনে উন্মোচিত করে গিয়েছে, আর আমি চেষ্টা করেছি গনেশের মত তার সে রূপ আমার কলমে ধরে রাখতে... ব্যস... এই টুকুই...
ভালো থাকবেন, সাথে থাকবেন...
প্রথমেই আপনাকে অকুন্ঠ ধন্যবাদ আপনার এই উত্তর এর জন্য। হ্যাঁ আপনি ঠিক ই বলেছেন যে চন্দ্রকান্তা সত্য ই নারীর প্রকৃত স্বরুপা। সে একাধারে চৌষট্টি কলার পারঙ্গম সংহিতা, আবার মহাকালী র রৌদ্র রুপের সঙ্গম।
আমাদের অশেষ সৌভাগ্য যে চন্দ্রকান্তা আপনাকে তার সমস্ত অস্তিত্ব র রুপ আমাদের সন্মুখে উপস্থিত করতে বলেছেন। আর এটা ও তার এক অতি সঠিক সিদ্ধান্ত যে আপনার মত এক অতি উচ্চমানের অসাধারন লেখক তার জীবন কাহিনী লিখছেন। আপনার উপমা একদম সঠিক
আপনি শ্রীগনেশ আর চন্দ্রকান্তা মর্হষি বেদব্যাস