14-04-2022, 05:40 PM
(11-04-2022, 07:19 PM)Baban Wrote: কি যে বলা উচিত বুঝতেই পারছিনা। একদিকে একজনকে চিরতরে হারানোর দুঃখ আরেকদিকে এই ভয়ানক কান্ড! এই মেয়ে যে কি জিনিস তা তো আন্দাজ করতেই পারি। শরীরে জমিদার পরিবার ও বিদেশি স্বাধীনচেতা মানুসিকতা দুই গুনের রক্ত বইছে। তার ওপর রাগী জেদি সুন্দরী কামুক দুস্টু মিষ্টি ছেলেমানুষি আবার প্রাপ্তবয়স্ক যাৰ রূপের সাক্ষী নিজেই সাথে আমরাও। সব মিলে দুর্ধর্ষ পর্ব।
কিন্তু একটা কথা বলতে চাইবো সেটা মোটেও গল্পের গুন বা আসন্ন পরিস্থিতি নিয়ে নিয়ে নয়। আমি বলতে চাই এইশেষের দুটো পর্ব তুমি কিন্তু অন্য দিনের জন্য রেখে দিতে পারতে। এতে দুটো লাভ হতো।
১) তোমার হাতে অলরেডি দুটো আপডেট আগের থেকেই থাকতো তাই হাতে সময়ও থাকতো আসন্ন পর্ব গুলো আরাম করে লেখার কাজের ফাঁকে।
২) এই প্রথম পর্ব দুটোর মধ্যে যে অদ্ভুত ব্যাখাহীন অনুভূতি জাগরণকারী ব্যাপারটা ছিল সেটার রেশ নিয়েই যদি আজকের পর্ব শেষ হতো তাহলে যেন ভালো হতো।
এটা সম্পূর্ণ আমার অভিমত। আমার সাথে একমত কেউ নাই হতে পারে। পর্ব ও লেখনীর গুন নিয়ে লেখককে এটাই বলবো - লা জবাব!♥️
লাই রেপু সাথে আবারো অপেক্ষা অজানা চন্দ্রকে আরও জানার।
প্রথমেই ধন্যবাদ জানাই, এই ভাবে প্রতি আপডেটের পরেই তোমার সুন্দর সমালোচনা উপহার দেওয়ার জন্য... এই ভাবেই পাশে থেকো যতদিন গল্প লিখে যেতে পারি...
না, এই দুটো পর্ব পরের জন্য রেখে দিলে হতো না গো... কারন চন্দ্রকান্তা এগিয়ে চলেছে একটু একটু করে তার পরবর্তী জীবনের দিকে... আর সে চলার পথে যখন যে ভাবে ঘটনা গুলি ঘটেছে, তা এখন না সাজিয়ে রাখলে পরে মিল খুজে পাওয়া যাবে না আর... কারন জীবন থেমে নেই... সে কিন্তু তার ডাক্তারী পড়ার শেষ প্রান্তে প্রায় পৌছে গিয়েছে... এবার তাকে ভাবতে হবে তার জীবনের পরবর্তী অধ্যায়ের...
আর আমি পর্ব তুলে রাখার কে? যার গল্প সে আমায় সেটা পরে দেওয়ার অনুমতি দিলে তো!... আমার ঘাড়ে মাথা তো একটাই ভাই... কাটা গেলে বৌ ছেলে কি করবে?
হা হা হা...