14-04-2022, 05:34 PM
(23-03-2022, 11:54 AM)জীবনের জলছবি Wrote: আপনি হুডিনি হয়ে ঐন্দ্রজালিক মোহাবিষ্ট করে ফেলেছেন সমগ্র পাঠকবর্গ কে।
আমি কেন জানি না নিজের মধ্যে এক মিশ্র অনুভূতি র মোহে আবিষ্ট। নিজের জীবনের ফেলে আসা বোধ এর সাথে মিশিয়ে ফেলছি।
মনে পড়ে যাচ্ছে
William Wordsworth এর একটা লাইন
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
প্রেম ও দেহ র ঐহিক থেকে শৈল্পিক রুপান্তর যে এমন সাবলীল ভাষা তে উপস্থাপন করা সম্ভব সেটা এই গল্প টা না পড়লে অনুভব করতে পারতাম না।
শব্দের এমন ছন্দবন্ধ মায়াময়তা যে সেটা কখন লেখনী র গন্ডি পেরিয়ে স্বপ্নিল মনোচিত্র তে পরিনত হয়েছে নিজেই বুঝতে পারি নি।
আর চন্দ্রকান্তা র এই রুপ টা তে সত্যি ই মনে হচ্ছে মহাকাল এর মহাকালী, রুদ্রের রুদ্রাণী।
(14-04-2022, 11:40 AM)জীবনের জলছবি Wrote: অনেক দিন বাদে এই ফোরামে এলাম আপনার এই উপন্যাস টা পড়তে। পর পর বেশ কয়েক টা আপডেট পড়লাম। পড়তে পড়তে যে কোথায় হারিয়ে ফেললাম নিজেকে সেটা ই ভাবছি। কি অনবদ্য লেখা। মশাই আপনি তো শিডনি সেলডন এর বাঙ্গালী প্রতিকৃতি। যেমন যৌনতা তে সাবলীল তেমন ই থ্রিলার এ। আর এ্যাকশন দৃশ্য গুলো পড়তে পড়তে মনে হচ্ছে হলিউড স্ক্রিপ্ট।
এর পর বলি আপনার চন্দ্রকান্তার কথা। উফফ এতো মেয়ে নয় পুরো আগুনের গোলা। আমি গর্বিতা যে আমিও নারী আর আমার এখনের আর্দশ আপনার চন্দ্রকান্তা।
না না... ওই সব হুডনি টুডনি কিছু না... আমি শুধু মাত্র চেষ্টা করি... আপনাদের মত পাঠক পাঠিকাদের সামনে আমার সামান্য চেষ্টাটুকু তুলে ধরতে হাজার কাজের ব্যস্ততার ফাঁকে... যতটা পারি...
এখানে অনেকেই চন্দ্রকান্তার চারিত্রিক বৈশিষ্টগুলি দেখে চমৎকৃত হয়েছে, তার সাহস, ক্রোধ, মমতা... আসলে এগুলি হয়তো সমস্ত নারী সত্তারই প্রকাশ... নারীতো এমনই!... তার একই অঙ্গে এই রকমই তো নানান রঙের বৈশিষ্টের বহিপ্রকাশ দেখা যায়... কখন এক বা কখনও অনেক... আমি চেষ্টা করেছি আমার উপন্যাসের নায়িকাকে সমস্ত রূপ রসে রাঙিয়ে তুলতে... যাতে আপনারই মত অপর এক নারী তাকে দেখে নিজের ভিতরের সত্তাটাকে আবিষ্কার করতে পারে...
এখানে আমার যতটা না কৃতিত্ব... তার থেকে অনেক বেশি কিন্তু চন্দ্রকান্তার নিজের... সে যদি না আমার সামনে তাকে এই ভাবে মেলে ধরত, তাহলে আমি কি পারতাম তাকে গল্পের মাধ্যমে সকলের সামনে এই ভাবে তুলে ধরতে? সে ব্যাসদেবের মত ছত্রে ছত্রে নিজেকে আমার সামনে উন্মোচিত করে গিয়েছে, আর আমি চেষ্টা করেছি গনেশের মত তার সে রূপ আমার কলমে ধরে রাখতে... ব্যস... এই টুকুই...
ভালো থাকবেন, সাথে থাকবেন...