14-04-2022, 12:55 AM
আমার মত নবীন লেখকের সামান্য প্রয়াসে যারা যারা কমেন্ট করে উৎসাহ যোগাচ্ছেন, সব্বাইকে ধন্যবাদ। অফিসে বসে বড় আপডেট দিবো, একটু ব্যাস্ত সময় পার করছি, তাই হয়ে উঠছেনা। তবে গপ্পের আরো অনেক বাকী। আর বাসায় বউ লুকিয়ে যতটা পারি আরকি। বউ আমার সাথে মুডে থাকলে মাঝেমধ্যে রোলপ্লে করলেও ভারচুয়াল এই লাইফে সে এখনো অভ্যস্ত না। রিলিজিয়াস কিছু বিষয় নিয়ে সে এখনো বেশ কন্সারভেটিভ। তাই আমার এই লুকিয়ে পদচারণা। অবশ্য লুকোচুরি করে বেশ মজাই পাচ্ছি, অনেক বাস্তব অভিজ্ঞতা জমেছে, আস্তে-ধীরে আপনাদের সাথে শেয়ারিং হবে।