13-04-2022, 08:54 PM
অফিসে সম্বিত বেশকিছু ''শুভানুধ্যায়ী'' তৈরী করে ফেলেছিলো , তাদেরই বদান্যতায় সম্বিতের ওপরে একটা শাস্তির খাঁড়া নেমে এলো , দিল্লিতে ট্রান্সফার তবে প্রমোশনাল এই যা ভালো কথা , মন্ত্রীকে বলতেই উনি মুচকি হেসে বললেন '' যাও না কিছুদিনের জন্য , নির্বাচনটা হয়ে গেলে নিয়ে আসবো আবার '' '' নির্বাচন ? সেট প্রায় আট মাস বাকি ! '' '' দেখতে দেখতে কেটে যাবে আর তাছাড়া প্রমোশনটাও তো ইম্পর্টেন্ট নাকি ? বি,সি,এস হলে তো , সবটাই ভাব দেখো সব মিলিয়ে খারাপ হলো না কিন্তু !'' সম্বিত কি আর করে ? মেনে নেওয়া ছাড়া আর করবেই বা কি ? বি,সি,এস, তো এখানেই হতো , হয়তো একবছর পর |
দিল্লিতে সংসার পাতলো অতঃপর | ভাগ্গিস মনীষা'দি ছিলেন , তিনিই সব কিছু বুঝিয়ে দিতেন , সাহায্য করতেন যখন দরকার পড়তো | প্রথম কিছুদিন বঙ্গভবনেই ছিল , পরে ওর নামে একটা আলাদা বাড়ি পেলো , ওর আগের রেসিডেন্ট কমিশনার খালি করতে কিছুদিন সময় নিয়েছিলেন , উনি ছাড়তেই সম্বিত ওই বাড়িতে সিফাত করলো , আর উনি যাওয়ার আগে দিল্লির এক অভিজাত ক্লাবে সম্বিতকে ঢুকিয়ে দিয়ে গেলেন , কেন্দ্রীয় সরকারের কেষ্টবিস্টুরা সেই ক্লাবের মেম্বার তাছাড়া অন্য রাজ্যের কমিশনাররাও সদস্য , বড়োবড়ো কোম্পানির সি,ই,ও,রায় নিয়মিত যাতায়াত করেন , সম্বিত বুঝলো তার রাজ্যের সাথে অন্যদের অনেকের যোগাযোগের মাধ্যম হিসাবে ওর খুব উপকারে লাগবে এই ক্লাব | এছাড়া দিল্লির একঘেয়েমি কাটাতেও খুব ভালো জায়গা এটা , এর আগের দিল্লির স্মৃতি দেবিকার জন্যও মন খারাপ লাগতো মাঝে মাঝে ফোনে কথা হতো দুজনের | গরমের ছুটিতে মৌসুমী , মা আর মেয়েকে নিয়ে ঘুরে গ্যালো , একদিন রাতে হটাৎ মৌসুমী ফোন করে বললো যে দেবিকা কয়দিনের জন্য দিল্লিতে যাচ্ছে , সম্বিত যেন ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় এবং ওর যেন কোনো অসুবিধা না হয় সর্বোপরি ও যে সমস্যা নিয়ে যাচ্ছে সেটা হলো ওর কলেজের সমস্যা , সমস্তরকমের সাহায্য ওকে করতেই হবে | সম্বিত জাস্ট থতিয়ে গেলো সব শুনে , কি দেবিকা তো কিছু বলেনি ওকে , ফোন রাখার কয়েকমিনিট পরেই দেবিকার ফোন , প্রথমে কিছুক্ষন খিলখিল করে হেসে বললো '' কি কেমন দিলাম ? কাল সকালের ফ্লাইটে যাচ্ছি , এয়ারপোর্টে থাকবে '' এই বলেই ফোন রেখে দিলো | পরেরদিন সম্বিত এয়ারপোর্ট থেকে নিয়ে এলো দেবিকাকে , গাড়িতে বসে ড্রাইভারের কান বাঁচিয়ে ফিসফিস করে দেবিকা বললো '' আমি আরও একটা সারপ্রাইজ দেব '' বাংলোতে ঢুকে ও দেবিকাকে রেখে সব বুঝিয়ে দিয়ে অফিসে চলে গেলো , লাঞ্চে এসে দেখলো অরকাজের লোকটি দেবিকার নির্দেশে রান্নাবান্না করে ঘরদোর সাফ করছে | এতদিন একাই ছিল , এসবের দিকে খেয়াল করতো না , ভালোই লাগলো |
দিল্লিতে সংসার পাতলো অতঃপর | ভাগ্গিস মনীষা'দি ছিলেন , তিনিই সব কিছু বুঝিয়ে দিতেন , সাহায্য করতেন যখন দরকার পড়তো | প্রথম কিছুদিন বঙ্গভবনেই ছিল , পরে ওর নামে একটা আলাদা বাড়ি পেলো , ওর আগের রেসিডেন্ট কমিশনার খালি করতে কিছুদিন সময় নিয়েছিলেন , উনি ছাড়তেই সম্বিত ওই বাড়িতে সিফাত করলো , আর উনি যাওয়ার আগে দিল্লির এক অভিজাত ক্লাবে সম্বিতকে ঢুকিয়ে দিয়ে গেলেন , কেন্দ্রীয় সরকারের কেষ্টবিস্টুরা সেই ক্লাবের মেম্বার তাছাড়া অন্য রাজ্যের কমিশনাররাও সদস্য , বড়োবড়ো কোম্পানির সি,ই,ও,রায় নিয়মিত যাতায়াত করেন , সম্বিত বুঝলো তার রাজ্যের সাথে অন্যদের অনেকের যোগাযোগের মাধ্যম হিসাবে ওর খুব উপকারে লাগবে এই ক্লাব | এছাড়া দিল্লির একঘেয়েমি কাটাতেও খুব ভালো জায়গা এটা , এর আগের দিল্লির স্মৃতি দেবিকার জন্যও মন খারাপ লাগতো মাঝে মাঝে ফোনে কথা হতো দুজনের | গরমের ছুটিতে মৌসুমী , মা আর মেয়েকে নিয়ে ঘুরে গ্যালো , একদিন রাতে হটাৎ মৌসুমী ফোন করে বললো যে দেবিকা কয়দিনের জন্য দিল্লিতে যাচ্ছে , সম্বিত যেন ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় এবং ওর যেন কোনো অসুবিধা না হয় সর্বোপরি ও যে সমস্যা নিয়ে যাচ্ছে সেটা হলো ওর কলেজের সমস্যা , সমস্তরকমের সাহায্য ওকে করতেই হবে | সম্বিত জাস্ট থতিয়ে গেলো সব শুনে , কি দেবিকা তো কিছু বলেনি ওকে , ফোন রাখার কয়েকমিনিট পরেই দেবিকার ফোন , প্রথমে কিছুক্ষন খিলখিল করে হেসে বললো '' কি কেমন দিলাম ? কাল সকালের ফ্লাইটে যাচ্ছি , এয়ারপোর্টে থাকবে '' এই বলেই ফোন রেখে দিলো | পরেরদিন সম্বিত এয়ারপোর্ট থেকে নিয়ে এলো দেবিকাকে , গাড়িতে বসে ড্রাইভারের কান বাঁচিয়ে ফিসফিস করে দেবিকা বললো '' আমি আরও একটা সারপ্রাইজ দেব '' বাংলোতে ঢুকে ও দেবিকাকে রেখে সব বুঝিয়ে দিয়ে অফিসে চলে গেলো , লাঞ্চে এসে দেখলো অরকাজের লোকটি দেবিকার নির্দেশে রান্নাবান্না করে ঘরদোর সাফ করছে | এতদিন একাই ছিল , এসবের দিকে খেয়াল করতো না , ভালোই লাগলো |