12-04-2022, 06:11 PM
(10-04-2022, 08:44 PM)Bumba_1 Wrote:durdanto egochhe kahini , ontoto golper ghotona gulo pore kichuta biswasjoggo mone hochhe, na hole besirbhag jayehatei to sudhu sex r sex(৪)
কিছুদিন কনকপুরে থাকার ইচ্ছে ছিলো অরুন্ধতীর। যদিও সেই অর্থে অবশিষ্ট আর কিছুই নেই, তার স্বামী প্রায় সবকিছু বিক্রি করে দিয়েছে শরিকদের কাছে, তবুও শ্বশুরবাড়ির ভিটেতে একবারের জন্য হলেও ঘুরে আসার ইচ্ছে ছিলো তার। কিন্তু তার প্রতি চিরকালই উদাসীন থাকা মামীর তরফ থেকে সেইরূপ কোনো ইতিবাচক ইঙ্গিত না পেয়ে শ্রাদ্ধানুষ্ঠানের দু'দিন পরেই ফিরে আসার সিদ্ধান্ত নিলো অরুন্ধতী। তবে এক্ষেত্রে তার মামীকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না। মামাতো ভাই বোনেদের বিয়ে হয়ে গিয়েছে, সবাই নিজের মতো সংসার গুছিয়ে নিয়েছে। এতদিন সর্বোত্র ছড়ি ঘোরাতে থাকা মামীর জন্য বর্তমানে একটিমাত্র ঘর বরাদ্দ হয়েছে ছেলের নতুন সংসারে .. তবে পরিস্থিতি যে চরম সীমায় পৌঁছেছে তাতে ছেলে-বৌমার সংসারে লতিকা দেবী বেশিদিন থাকতে পারবেন বলে মনে হয় না। তাই তিনি যে কিছুদিন অরুন্ধতীকে থেকে যেতে বলবেন, সে উপায় যে তার নেই। তাছাড়া গোগোলের কলেজ খুলে যাচ্ছে সামনের সপ্তাহে। পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে এবার সে .. গরমের ছুটির পর নতুন ক্লাসের শুরুতেই অনুপস্থিত থাকাটা যুক্তিযুক্ত হবে না। ষষ্ঠ শ্রেণি থেকে ওদের ডে' সেকশন .. পড়াশোনার চাপ বাড়বে।