12-04-2022, 06:06 PM
(27-03-2022, 08:50 PM)Bumba_1 Wrote:bapok suru
(১)
এবার আমরা ডেকে নেবো ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্র অনির্বাণকে। তিনটি সেকশন মিলিয়ে দেড়'শ জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ও .. সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন অনির্বাণকে। হাততালিতে ফেটে পড়লো কলেজের সমগ্র অডিটোরিয়াম। মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশীথ বটব্যাল। স্টেজে উঠে তাঁর হাত থেকেই পুরস্কার গ্রহণ করে সব ছাত্র। এক'পা এক'পা করে তার দিকে এগোচ্ছে অনির্বাণ .. ঠিক সেই মুহুর্তে "গোগোল এই গোগোল, ওঠ এবার, আট'টা বাজতে চললো। এই এক মাস গরমের ছুটিতে অভ্যাস খারাপ হয়ে গেছে আমার ছেলেটার। আগে কি সুন্দর ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তো। আর এখন ঘুম ভাঙতে রোজ দেরি হয়ে যাচ্ছে। সোয়া ন'টায় কিন্তু গাড়ি আসবে। আজ নতুন ক্লাসের প্রথম দিন, লেট করলে চলবে না। তাড়াতাড়ি ওঠ সোনা, স্নান করে খেয়েদেয়ে বেরোতে হবে তো .."


![[Image: Polish-20220318-184332647.jpg]](https://i.ibb.co/r4frR4N/Polish-20220318-184332647.jpg)
![[Image: Images-2-2-1.jpg]](https://i.ibb.co/89NWqpy/Images-2-2-1.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)