11-04-2022, 07:19 PM
কি যে বলা উচিত বুঝতেই পারছিনা। একদিকে একজনকে চিরতরে হারানোর দুঃখ আরেকদিকে এই ভয়ানক কান্ড! এই মেয়ে যে কি জিনিস তা তো আন্দাজ করতেই পারি। শরীরে জমিদার পরিবার ও বিদেশি স্বাধীনচেতা মানুসিকতা দুই গুনের রক্ত বইছে। তার ওপর রাগী জেদি সুন্দরী কামুক দুস্টু মিষ্টি ছেলেমানুষি আবার প্রাপ্তবয়স্ক যাৰ রূপের সাক্ষী নিজেই সাথে আমরাও। সব মিলে দুর্ধর্ষ পর্ব।
কিন্তু একটা কথা বলতে চাইবো সেটা মোটেও গল্পের গুন বা আসন্ন পরিস্থিতি নিয়ে নিয়ে নয়। আমি বলতে চাই এইশেষের দুটো পর্ব তুমি কিন্তু অন্য দিনের জন্য রেখে দিতে পারতে। এতে দুটো লাভ হতো।
১) তোমার হাতে অলরেডি দুটো আপডেট আগের থেকেই থাকতো তাই হাতে সময়ও থাকতো আসন্ন পর্ব গুলো আরাম করে লেখার কাজের ফাঁকে।
২) এই প্রথম পর্ব দুটোর মধ্যে যে অদ্ভুত ব্যাখাহীন অনুভূতি জাগরণকারী ব্যাপারটা ছিল সেটার রেশ নিয়েই যদি আজকের পর্ব শেষ হতো তাহলে যেন ভালো হতো।
এটা সম্পূর্ণ আমার অভিমত। আমার সাথে একমত কেউ নাই হতে পারে। পর্ব ও লেখনীর গুন নিয়ে লেখককে এটাই বলবো - লা জবাব!♥️
লাই রেপু সাথে আবারো অপেক্ষা অজানা চন্দ্রকে আরও জানার।
কিন্তু একটা কথা বলতে চাইবো সেটা মোটেও গল্পের গুন বা আসন্ন পরিস্থিতি নিয়ে নিয়ে নয়। আমি বলতে চাই এইশেষের দুটো পর্ব তুমি কিন্তু অন্য দিনের জন্য রেখে দিতে পারতে। এতে দুটো লাভ হতো।
১) তোমার হাতে অলরেডি দুটো আপডেট আগের থেকেই থাকতো তাই হাতে সময়ও থাকতো আসন্ন পর্ব গুলো আরাম করে লেখার কাজের ফাঁকে।
২) এই প্রথম পর্ব দুটোর মধ্যে যে অদ্ভুত ব্যাখাহীন অনুভূতি জাগরণকারী ব্যাপারটা ছিল সেটার রেশ নিয়েই যদি আজকের পর্ব শেষ হতো তাহলে যেন ভালো হতো।
এটা সম্পূর্ণ আমার অভিমত। আমার সাথে একমত কেউ নাই হতে পারে। পর্ব ও লেখনীর গুন নিয়ে লেখককে এটাই বলবো - লা জবাব!♥️
লাই রেপু সাথে আবারো অপেক্ষা অজানা চন্দ্রকে আরও জানার।