11-04-2022, 03:03 PM
(11-04-2022, 02:48 PM)Bumba_1 Wrote: অনেক ধন্যবাদ ভাই .. সবকিছু ঠিকঠাক থাকলে আমার ১৬ তারিখ ফেরার কথা। একটা ছোট্ট অনুরোধ করি .. সেইদিন আপডেট দিতে পারো, তবে তার আগে তোমার গল্পের কোনো আপডেট দিও না, কারণ আমি পড়তে পারবো না। এ কথা শুনলে হয়তো তোমার গল্পের প্রিয় পাঠক বন্ধুরা আমার উপর রেগে যেতে পারে, তারা ভাবতে পারে আমি তোমার গল্পের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছি। কিন্তু আসল সত্যিটা তো তা নয়। আশা করি আমার এই অনুরোধটা রাখবে।
আচ্ছা বেশ। আমারও বড়ো আপডেট লেখা হয়ে উঠছেনা এই সময়ে। আমি তার পরেই দেবো। এতে কেউ রাগ করবেনা। তবে আজকের পর্বটা দিতেই হচ্ছে কারণ কাল রাতেই জানিয়ে দিয়েছি। ♥️♥️