11-04-2022, 02:45 PM
(11-04-2022, 12:44 PM)sudipto-ray Wrote: প্রথমেই আপনার সফল অপারেশন ও আরোগ্য কামনা করি। গল্প সম্পর্কে আর কি বলব, যেভাবে চাচ্ছি, ঠিক সেভাবেই পাচ্ছি। একেবারে মনের মতো। তবুও এটুকুই বলব, নিতীশ বাবুর অরুন্ধতী পর্যন্ত পৌছানোর যে পথটা, এটা যেন সহজ না হয়।
একটা কথা না বলে পারছি না দাদা , গল্পের প্রতিটি পর্বের এমন সার্থক নামকরণ করেন কিভাবে!!! যাইহোক, জীবন যুদ্ধ জয় করে, আবারও আমাদের মাঝে ফিরে আসুন আপনার ক্ষুরধার লেখনীর মাধ্যমে। ভালো থাকবেন দাদা।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
thanks for your concern .. আশা রাখি সুস্থ হয়ে ফিরে আসতে পারবো।
এবার গল্পের প্রসঙ্গে আসি .. অরুন্ধতী পর্যন্ত পৌঁছানোটা নিশীথ বাবুর পক্ষে মোটেই সহজ হবে না। প্রচুর ঘটনাবহুল এবং চক্রান্তমূলক পথ পেরিয়ে তাকে আসতে হবে কাঙ্খিত লক্ষ্যে .. সঙ্গে থাকুন।