10-04-2022, 12:48 AM
(03-04-2022, 06:47 PM)Baban Wrote: এই ব্যাপারটাই আমার দারুন লাগে তোমার লেখায়। এই নিজের সাথে নিজের লড়াই... নিজের বন্ধু ও শত্রু নিজেই। পুরোটাই চিন্তার ওপর...... কখনো সামান্য ভুলও দুশ্চিন্তায় ফেলতে সক্ষম, আবার ভয়ানক ভুলও শ্রেষ্ঠ সুখ প্রাপ্তির রাস্তা হয়ে যেতে পারে।
আগেই বলেছি এই মেন্টালি ম্যানুপুলেটিং আর কোনভার্সেশনটাই আসল ব্যাপার... সেক্স তো প্রথম ধাপে উত্তেজক.. তারপরে সবাই জানে কি হবে কিন্তু যেটা মনে থেকে যাবে তা হলো প্রতি মুহূর্তের পূর্ব সূচনা আর কথাবার্তা গুলো।
তোমার আমার এই মিল আজকেও আবারো প্রমান হলো কারণ আমিও আমার লোভে পাপ গল্পে এই নিজের অজানা রূপটা বারবার ফুটিয়ে তুলতে চেয়েছিবার তুমিও তোমার প্রতিটা গল্পে এই ব্যাপারটা দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলো। তাই বলছি ওর নীলিমাকে হারিয়ে তার ভেতরের ডাইনিকে বাইরে নিয়ে আসো ওই দোকানদারের মাধ্যমে। যে লোভী, যে স্বার্থপর, যে ক্ষুদার্থ!!
মিল ব্যাপারটা মুগ্ধতা থেকে আসে, তোমার লেখা পড়তে পড়তে এত ভালোলেগেছে বলেই হয়তো আমার লেখাতেও সেই ছাপ পড়ে যায় | তবে লিখে উঠে নীলিমাকে ঠিক ডাইনি বলে মনে হয়নি আমার | বরং বলা ভাল অতৃপ্ত এক নারী, যেরকম নারী আমাদের চারপাশে অগুনতি রয়েছে, শুধু আমরা তাদের মনের খবর জানিনা ! আন্তরিক ধন্যবাদ নিও দাদা, একব্যাগ উৎসাহ নিয়ে সবসময় পাশে থাকার জন্য |