09-04-2022, 10:21 PM
মলি: কিসের বেট ?
রকি: আগে বল বেট লড়বি কিনা !
মলি: বেশ লড়লাম , যদি না পাস্ তাহলে আমার কথা অনুযায়ী তুই হিস্ট্রি অনার্স পড়বি , এটা তোর পানিশমেন্ট
রকি: আর পেলে?
মলি: তোকে একটা দারুন গিফট দেব ?
রকি: না পেলে যেমন তোর শর্ত মানতে রাজি পেলে আমার শর্ত মানতে হবে !
মলি: বল দেখি শুনি তোর কি শর্ত !
রকি: তোর দুধ খেতে ডিবি ৫ মিনিট !
মলি: এবার কিন্তু একদিন মেক বলে দেব সত্যি বলছি ! খুব রাগ হচ্ছে !
রকি জড়িয়ে ধরে মলি কে ।
"আচ্ছা তুই বল আমি কত একা , তুই ছাড়া আমার কে আছে বল ! "
মলি চোখ পাকিয়ে বলে "তার মানে এই নয় যে তুমি তোমার সীমা পেরিয়ে যাবে বুঝেছো !"
মুখ টা অপমানে ছোট হয় যায় রকির । উঠে ঘরে যেতে চায় ।
মলি বলে : বাবুর বুঝি খুব রাগ হলো ?
রকি উত্তর দেয় না । দু একবার রকি কে ঝাঁকায় মলি । " ধুর ভাললাগে না তুই এমন করছিস কেন ?"
" কথা বলনা ।"
অভিমানে চোখ টা ছল ছল করে ওঠে রকির ।
দেখে ফেলে মলি ।
"এ বাবা এতো বড়ো ছেলে কাঁদছে !"
জড়িয়ে ধরে রকির মুখ মলি নিজের বুকে । আমার এই পাগল ভাই তোকে কাঁদে দেখলে আমার কান্না পায় ।
"শুধু ৫ মিনিট, আর হাত দিবি না কিন্তু ! আগে তুই চান্স পা !"
"চল নিচে যাই " বলে দিদির হাত টানে রকি । মলি বলে "শোন ভাই আমায় একটা কথা দিবি ?"
রকি অবাক হয় বলে কি ?
তুই না এই হারমোনিকা টা বাজানো ছাড়বি না , ওটা শুনলেই মনে হয় বুকে আমি বল পাই , তুই যেন আমার পাশে আছিস , আর কাওকে ভরসা করতে ইচ্ছা হয় না । "
ছ্হঃহাআআ খাবোও ওওওওওওওও বলে লাফাতে লাফাতে নেমে যায় সিঁড়ি দিয়ে রক্তিম । অলক্ষ্যে ভগবান মুচকি হাসে । তার বিধির পাশায় হয় তো IIT এর কোনো কথাই লেখা নেই ।
যদিও তিতাস সাময়িক দূরে সরে থাকলো কিন্তু বেজির মতো লক্ষ ছিল স্বরূপার প্রতি । এবারের পিকনিকের স্পট ফুলবাড়ী । অজয় নদীর ধারের এই জায়গাটায় উলু বোন আর সাদা বালি দিকে ঘেরা সিট্ কালে হাজার হাজার লোকে দল বেঁধে আসে চড়ুইভাতি করতে । তিতাস ইংলিশ লিটারেচার এর প্রথম শ্রেণীর তুখোড় ছেলে । স্বরূপা একদম প্রথমে না থাকলেও পাল্লা দেয় । বোন আর ভাই দুজনেই মাথা পরিষ্কার । তাই তাদের বাবা মেয়ে ও ছেলের দিকে বিশেষ দৃষ্টি দেন যাতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী হয় ।প্রত্যেক বছরের মতো মানা করলেন না শান্তি দেবী । মেয়ে তার খুবই বাধ্য । তাছাড়া তার চোখে বেমানান কিছুই ধরা পড়ে নি কোনো দিন । হেলে মারকুটে বলে তার চিন্তা ছেলেকে নিয়ে । কিন্তু ছেলে অন্ত প্রাণ শান্তি দেবীর ।
রকির মনে কোনো পাপ নেই । মেক সে দিদির মতোই বন্ধু ভাবে । তবে মুখ ফস্কে দু একবার বাড়া শব্দ টা বেরিয়ে যায় বৈকি । তবুও সামলে চলার চেষ্টা করে । গত তিন মাস নাওয়া খাওয়া ভুলে রকি লেগে পড়েছে অর্জুনের লক্ষভেদে । দিন কি রাত সব ভুলে গেছে । ভুলেগেছে কলেজ , ভুলেগেছে কফি হাউস । তার মনে ভয় নেই যদি প্রেসিডেন্সি টাকে দ্বিতীয়বার কলেজে এডমিশন না দেয় ।
রকির অজান্তেই মনের ইচ্ছার বিরুধ্যে একটু একটু করে স্বরূপা এগিয়ে যাচ্ছিলো মায়া সম্মোহনের মতো তিতাসের দিকে । সিনেমা যাওয়া , বা সেন্ট্রাল পার্ক এ যাওয়া এগুলো একটা একটা করে জুড়তে থাকলো মলির জীবনে । শরীরে হাত না পড়লেও মনের ঘেঁসাঘেঁসিতে সে সুযোগ প্রায় হাতের মুঠোয় তিতাসের । আধুনিক চলনসই বাড়ির ছেলে তিতাসের মধ্যবিত্ত পরিবারের সম্পর্কের সুতো গুলো খুবই পলকা । মানিয়ে নিতে না পারলেও তিতাসের ব্যক্তিত্ব বেশি করে টানছিলো স্বরূপা কে । ভালোবাসি কিনা বলার দরকার হয় নি এতদিন । পরেও তার দরকার হতো না । এমনটাই চাচ্ছিলো তিতাস । ফুলের মধু খাওয়াই তার কাজ । সে ফুল মূর্ছা গেলকিনা সে ভেবে সময় নষ্ট করে না সে মধুকর ।
রকি: আগে বল বেট লড়বি কিনা !
মলি: বেশ লড়লাম , যদি না পাস্ তাহলে আমার কথা অনুযায়ী তুই হিস্ট্রি অনার্স পড়বি , এটা তোর পানিশমেন্ট
রকি: আর পেলে?
মলি: তোকে একটা দারুন গিফট দেব ?
রকি: না পেলে যেমন তোর শর্ত মানতে রাজি পেলে আমার শর্ত মানতে হবে !
মলি: বল দেখি শুনি তোর কি শর্ত !
রকি: তোর দুধ খেতে ডিবি ৫ মিনিট !
মলি: এবার কিন্তু একদিন মেক বলে দেব সত্যি বলছি ! খুব রাগ হচ্ছে !
রকি জড়িয়ে ধরে মলি কে ।
"আচ্ছা তুই বল আমি কত একা , তুই ছাড়া আমার কে আছে বল ! "
মলি চোখ পাকিয়ে বলে "তার মানে এই নয় যে তুমি তোমার সীমা পেরিয়ে যাবে বুঝেছো !"
মুখ টা অপমানে ছোট হয় যায় রকির । উঠে ঘরে যেতে চায় ।
মলি বলে : বাবুর বুঝি খুব রাগ হলো ?
রকি উত্তর দেয় না । দু একবার রকি কে ঝাঁকায় মলি । " ধুর ভাললাগে না তুই এমন করছিস কেন ?"
" কথা বলনা ।"
অভিমানে চোখ টা ছল ছল করে ওঠে রকির ।
দেখে ফেলে মলি ।
"এ বাবা এতো বড়ো ছেলে কাঁদছে !"
জড়িয়ে ধরে রকির মুখ মলি নিজের বুকে । আমার এই পাগল ভাই তোকে কাঁদে দেখলে আমার কান্না পায় ।
"শুধু ৫ মিনিট, আর হাত দিবি না কিন্তু ! আগে তুই চান্স পা !"
"চল নিচে যাই " বলে দিদির হাত টানে রকি । মলি বলে "শোন ভাই আমায় একটা কথা দিবি ?"
রকি অবাক হয় বলে কি ?
তুই না এই হারমোনিকা টা বাজানো ছাড়বি না , ওটা শুনলেই মনে হয় বুকে আমি বল পাই , তুই যেন আমার পাশে আছিস , আর কাওকে ভরসা করতে ইচ্ছা হয় না । "
ছ্হঃহাআআ খাবোও ওওওওওওওও বলে লাফাতে লাফাতে নেমে যায় সিঁড়ি দিয়ে রক্তিম । অলক্ষ্যে ভগবান মুচকি হাসে । তার বিধির পাশায় হয় তো IIT এর কোনো কথাই লেখা নেই ।
যদিও তিতাস সাময়িক দূরে সরে থাকলো কিন্তু বেজির মতো লক্ষ ছিল স্বরূপার প্রতি । এবারের পিকনিকের স্পট ফুলবাড়ী । অজয় নদীর ধারের এই জায়গাটায় উলু বোন আর সাদা বালি দিকে ঘেরা সিট্ কালে হাজার হাজার লোকে দল বেঁধে আসে চড়ুইভাতি করতে । তিতাস ইংলিশ লিটারেচার এর প্রথম শ্রেণীর তুখোড় ছেলে । স্বরূপা একদম প্রথমে না থাকলেও পাল্লা দেয় । বোন আর ভাই দুজনেই মাথা পরিষ্কার । তাই তাদের বাবা মেয়ে ও ছেলের দিকে বিশেষ দৃষ্টি দেন যাতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী হয় ।প্রত্যেক বছরের মতো মানা করলেন না শান্তি দেবী । মেয়ে তার খুবই বাধ্য । তাছাড়া তার চোখে বেমানান কিছুই ধরা পড়ে নি কোনো দিন । হেলে মারকুটে বলে তার চিন্তা ছেলেকে নিয়ে । কিন্তু ছেলে অন্ত প্রাণ শান্তি দেবীর ।
রকির মনে কোনো পাপ নেই । মেক সে দিদির মতোই বন্ধু ভাবে । তবে মুখ ফস্কে দু একবার বাড়া শব্দ টা বেরিয়ে যায় বৈকি । তবুও সামলে চলার চেষ্টা করে । গত তিন মাস নাওয়া খাওয়া ভুলে রকি লেগে পড়েছে অর্জুনের লক্ষভেদে । দিন কি রাত সব ভুলে গেছে । ভুলেগেছে কলেজ , ভুলেগেছে কফি হাউস । তার মনে ভয় নেই যদি প্রেসিডেন্সি টাকে দ্বিতীয়বার কলেজে এডমিশন না দেয় ।
রকির অজান্তেই মনের ইচ্ছার বিরুধ্যে একটু একটু করে স্বরূপা এগিয়ে যাচ্ছিলো মায়া সম্মোহনের মতো তিতাসের দিকে । সিনেমা যাওয়া , বা সেন্ট্রাল পার্ক এ যাওয়া এগুলো একটা একটা করে জুড়তে থাকলো মলির জীবনে । শরীরে হাত না পড়লেও মনের ঘেঁসাঘেঁসিতে সে সুযোগ প্রায় হাতের মুঠোয় তিতাসের । আধুনিক চলনসই বাড়ির ছেলে তিতাসের মধ্যবিত্ত পরিবারের সম্পর্কের সুতো গুলো খুবই পলকা । মানিয়ে নিতে না পারলেও তিতাসের ব্যক্তিত্ব বেশি করে টানছিলো স্বরূপা কে । ভালোবাসি কিনা বলার দরকার হয় নি এতদিন । পরেও তার দরকার হতো না । এমনটাই চাচ্ছিলো তিতাস । ফুলের মধু খাওয়াই তার কাজ । সে ফুল মূর্ছা গেলকিনা সে ভেবে সময় নষ্ট করে না সে মধুকর ।