09-04-2022, 01:38 PM
দুচোখে আজ ঘুমের বদলে শূন্যতার খেলা।
কিছু এলোমেলো দিক দিশান্তর ছোটাছুটি করা নাকি অন্য কিছু?
কি দেখাতে চায় তারা?
যেটা আমার না দেখার কথা?
অদ্ভুত কিছু বাজে স্বপ্ন আজ তাই পূরণের হাতছানি।।
তাকি শুধু নিছক অভিনয়?
না না এ আমার ভ্রম!!!
তবে সে নিজের চোখে দেখা!!
বিশ্বাস গুলো আজ বড় অসহায়,
তবে কি তারাও?
না তারা কি বিক্রি হবার কথা?
হবেই না কেনো যেখানে মনুষ্যেত্ব টাই বিকিয়ে যাওয়া॥॥
সব কিছু ভূল,
সবকিছুই আবদ্ধ এই ভুলে।
বড় ভুলটা ছিল সেই জন্মে,
জন্মটা ভুল আরও ভুল বেঁচে থাকার সেই লড়াইটা!!
এবার হাসি পায়॥
অট্টহাসিতে নিজেকে ভাসানো যখন
মৃত্যুটাও নাকি ভূলের খেলা।।
এই ভুলের জীবন কিসের প্রয়োজন??
ধিক্কার এই লালসিত জীবন
ধিক্কার বেঁচে থাকার কারণ!!!
সময়ের খরাস্রোতে বদলানো জীবন
এখন আর কিসের উদাহরণ??
নাকি আরেকটা মিথ্যায় ঢেকে দিতে চায় এই জীবন।।।
প্রচন্ড যন্ত্রণা কষ্টের চর্ষাকিত প্রতিটা সময়
ক্ষণিকের তরে আরেকটি যন্ত্রণা অপেক্ষা বৈকি!!!
কিছু এলোমেলো দিক দিশান্তর ছোটাছুটি করা নাকি অন্য কিছু?
কি দেখাতে চায় তারা?
যেটা আমার না দেখার কথা?
অদ্ভুত কিছু বাজে স্বপ্ন আজ তাই পূরণের হাতছানি।।
তাকি শুধু নিছক অভিনয়?
না না এ আমার ভ্রম!!!
তবে সে নিজের চোখে দেখা!!
বিশ্বাস গুলো আজ বড় অসহায়,
তবে কি তারাও?
না তারা কি বিক্রি হবার কথা?
হবেই না কেনো যেখানে মনুষ্যেত্ব টাই বিকিয়ে যাওয়া॥॥
সব কিছু ভূল,
সবকিছুই আবদ্ধ এই ভুলে।
বড় ভুলটা ছিল সেই জন্মে,
জন্মটা ভুল আরও ভুল বেঁচে থাকার সেই লড়াইটা!!
এবার হাসি পায়॥
অট্টহাসিতে নিজেকে ভাসানো যখন
মৃত্যুটাও নাকি ভূলের খেলা।।
এই ভুলের জীবন কিসের প্রয়োজন??
ধিক্কার এই লালসিত জীবন
ধিক্কার বেঁচে থাকার কারণ!!!
সময়ের খরাস্রোতে বদলানো জীবন
এখন আর কিসের উদাহরণ??
নাকি আরেকটা মিথ্যায় ঢেকে দিতে চায় এই জীবন।।।
প্রচন্ড যন্ত্রণা কষ্টের চর্ষাকিত প্রতিটা সময়
ক্ষণিকের তরে আরেকটি যন্ত্রণা অপেক্ষা বৈকি!!!
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।