08-04-2022, 11:54 AM
(08-04-2022, 10:41 AM)sudipto-ray Wrote: ও তো বৈশালী নয়, কাল বৈশাখী। যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, একটা পরিবারকে ধ্বংস করছে। বৈশালী ভ্রান্ত পথ, আর অনি সেই ভ্রান্ত পথের পথিক। অনির এই একটি ভুল, সমস্ত পরিবারকে নিয়ে যাবে খাদের কিনারায়। সেখান থেকে ফেরাও যে কষ্টকর!!!
একদম জাদুকরী হাতের লেখা। আমাদের সমাজের কিছু রূঢ় বাস্তব এই গল্পে উঠে এসেছে। গল্পের থিম আমার কাছে মোটামুটিভাবে পরিষ্কার, এবার লেখকের কলম বলবে সেটা কতটুকু সত্য।
উপযুক্ত সময়ের অভাবে আপডেট পড়তে ও কমেন্ট করতে দেরি হয়। কিছু মনে করবেন না যেন, বুম্বাদা। আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ
দেখা যাক বৈশালী কালবৈশাখীর রূপে এই পরিবারকে আরো কতটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের এই মূল্যবান মন্তব্যগুলো আমার লেখার পথের পাথেয়। সঙ্গে থাকুন .. পড়তে থাকুন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)