06-04-2022, 08:12 PM
(05-04-2022, 12:11 AM)Shoumen Wrote: কেমন আছেন দাদা!!! আশা করছি ভালো,,, তবে ব্যস্ততা বেড়ে যাওয়া তে আপনাকে খুব কম পাচ্ছি ,,,, আশা করছি আবার আগের মতো আপনাকে পাবো খুব জলদি,,,, খুব ভালো লাগলো আপডেট টা,,, গল্পটা মনে হচ্ছে সম্পূর্ণ নতুন দিকে মোড় নিচ্ছে,,, এখন গল্পে আবার ডন ও ঢুকে গেল,,,, !!! আবার হিরোর মতো আমাদের গল্পের নায়িকা আবার বাচিঁয়ে দিল ডনকে,,,, এখন সামনে কি এগুতে যাচ্ছে সেটার অপেক্ষা,,, আর আশা করছি পরের আপডেট টাতে চন্দ্রকান্তার আরেকটি হট একটা আপডেট পাবো,,,, ভালো থাকবেন।
ওই আছি আর কি... তবে সত্যিই ভিষন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি... প্রাইভেট অফিস... তাই বোঝই তো!... দশজনের কাজ চেষ্টা করে একজনের কাঁধের উপর রেখে উৎরে নেওয়ার... যত দিন যাচ্ছে ততই যেন কাজের চাপ বেড়ে চলেছে... আগে তাও নিয়মিত রোজ একটু করে আপডেট লেখার সময় বের করতে পারতাম, কিন্তু আজকাল সেটাও পেরে উঠি না...
এই গল্পটা গতানুগতিকের বাইরে গিয়ে লেখার চেষ্টা করছি... তাই একটা পর্বের সাথে হয়তো পরের পর্বের কোন মিল খুঁজে পাবে না... কিন্তু আমার প্রতিটা গল্পের আপডেটের চরিত্রগুলো হয়তো ভবিষ্যতেও কোন না কোন সময় ফের উদয় হবে... ঘটনার পরমপরায়... দেখা যাক... কতটা কি নামাতে পারি...