06-04-2022, 05:05 PM
অপমানে ঘৃণায় রাগে কোনো রকমে নির্মলের ঘর পরিস্কার করে নিজের ঘরে এসে কাপড় জামা ছেড়ে খিল এটে সুয়ে পড়ল সে ৷ তার শাশুড়ির বিরুধ্যে গিয়ে এই বাড়িতে সে থাকতেই পারবে না ৷ মুখে খাবার দেওয়ার রুচি হলো না ৷ নিজেকে সংযত হয়েই চলতে হবে আর অতি সন্তর্পনে পা ফেলতে হবে ৷ তার স্বামী তাকে যতই ভালো বাসুক তার মায়ের বিরুধ্যে যাওয়ার সাহস হবে না ৷ সন্ধ্যে বেলা বেরিয়ে এসে স্বামীর দেওয়া ফোনে নাম্বার এ ফোন করে সব ঘটনা জানাতে হবে ৷ তৈরী হয়ে নিয়ে বিষ্ণুর দোকান থেকে ৫ টাকা দিয়ে ফোনে করতেই ওপারের লোক এক মিনিটে কিশোর কে ডেকে দিল ৷ সংক্ষেপে সব ঘটনা জানিয়ে তার দুরবস্তার কথা জানাতেই কিশোর রাগে গর্জে উঠলো ৷
" তুমি শান্ত থাক সামনের সপ্তাহেই আমি যাচ্ছি !"
স্নিগ্ধা বাড়ি ফিরে এসে দেখল দাওয়ায় শাশুড়ি আর শ্বশুর মিলে চা খাচ্ছে ৷ যথারীতি তাকে দেখে শাশুড়ি গালি গলজ করতে সুরু করলেন ৷ এই ভাবেই কেটে যেতে লাগলো দিন রাত্রি ৷ এদিকে সুমিত বা অমিতের খারাপ লাগলেও মেজ কাকিমার উপর অত্যাচারে ঠাকুমার ভূমিকা প্রধান বুঝতে অসুবিধা রইলো না ৷ পরের সপ্তাহে শনিবার সকালেই কিশোর এসে হাজির ৷ সাধারণত সে আসে না ৷ তাকে দেখেই মিত্যে অভিনয় করার মত তার মা তার পায়ে লুটিয়ে পড়ল ৷
" এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম ! ওরে এ বউ নয় ডাইনি, সারা পাড়ায় মেলোচ্ছ করে বেড়াচ্ছে !নির্মল কেও ছাড়ে নি ৷ আবার তোকে নালিশ করে ডেকে এনেছে আমার সোনার সংসার ভাঙবে বলে ! আমার মরণ কেন হলো না ৷ তুই একে সঙ্গে নিয়ে চলে যা না হলে আমার মরা মুখ দেখবি ৷ "
মায়ের কাছ থেকে এমন কথা শোনে নি সে ৷ " ওসব কথা পরে হবে , আমি আগে স্নান করে আসি ৷ "
ঘরে গিয়ে স্নান করে স্নিগ্ধার কাছে সব কিছু শুনে কিশোর বলল " তোমার অত বাইরে যাওয়ার কি আছে , জানোই তো মা পছন্দ করে না ৷ আমার এই মাইনেতে তোমার শহরে গিয়ে রাখব কোথায় ? ঘরে সবাইকে মিলিয়ে মিশিয়ে চললেই হয় ! বড়বৌদির সাথে মা তো এমন ব্যবহার করেন নি ৷ " স্নিগ্ধা নির্মলের কথা জানালেও কিশোর তার ভাইকে অত চরিত্র হীন ভাবতেই পারল না ৷ সে বদমাইশ হতে পারে কিন্তু বড়দের সন্মান করতে জানে ৷ তাছাড়া নতুন বউ বাড়ির বাইরে গেলে লোকেই বা কি বলবে ? তাই কিশোর মায়ের কাছ থেকেও সুনতে চাইল তার কি নালিশ ৷
ভাত খেয়ে দুপুর বেলা মার ঘরে বসে আলোচনা করতে লাগলো কেন মা তার বউ কে গায়ে হাত তুলেছে ?
কিন্তু তার শাশুড়ির মিথ্যা চারিতায় স্নিগ্ধার চরিত্রে দাগ দিতে দ্বিধা হলো না ৷ নির্মল তার ভায়ের সামনে এমন ভাবে গলে পড়ল যে কোথাও খুত আছে মনে হলো ৷ তার ভালবাসার মানুষের উপর বিশ্বাস আছে , কিন্তু তার মা , ভাই এরা যতই খারাপ হোক অন্তত তার বউকে অকারণে অত্যাচার করবে না ৷ কিন্তু গায়ে হাত তোলা?
" না না মা তুমি যাই বল তোমার গায়ে হাত তোলা ভীষণ অন্যায় হয়েছে ৷ তুমি আমায় বলতে পারতে ৷ আর তুমি যত টাকা চেয়েছ আমি দিয়েছি , আর পইসা দিয়েই তোমার কাছে থাকি ৷ সে অবুঝ তাকে বুঝিয়ে মানিয়ে চলার ভার তোমার ৷ "
ঘাট হয়েছে বাবা , পয়সা আমি চাই না এই মেলোচ্ছ কে এ বাড়ি থেকে বিদায় দাও , আর তুমি দরকার হলে তোমার কাছে রাখো , আমার ঘরে বেল্লেলা পনা আমি বরদাস্ত করব না , আমাদের খেটে খেতে হয় ৷ " মার কথা কিশোরের বুকে বাঁধলো ৷
"ঠিক আছে তাই হবে , আমি কোম্পানির কাজে ১ মাস অন্য শহরে যাচ্ছি , ফিরে এসে আমি স্নিগ্ধা কে সঙ্গে নিয়ে যাব ! এক মাস ওর সাথে তোমাদের কারোর কিছু কথা বলার দরকার নেই ৷ "
" তুমি শান্ত থাক সামনের সপ্তাহেই আমি যাচ্ছি !"
স্নিগ্ধা বাড়ি ফিরে এসে দেখল দাওয়ায় শাশুড়ি আর শ্বশুর মিলে চা খাচ্ছে ৷ যথারীতি তাকে দেখে শাশুড়ি গালি গলজ করতে সুরু করলেন ৷ এই ভাবেই কেটে যেতে লাগলো দিন রাত্রি ৷ এদিকে সুমিত বা অমিতের খারাপ লাগলেও মেজ কাকিমার উপর অত্যাচারে ঠাকুমার ভূমিকা প্রধান বুঝতে অসুবিধা রইলো না ৷ পরের সপ্তাহে শনিবার সকালেই কিশোর এসে হাজির ৷ সাধারণত সে আসে না ৷ তাকে দেখেই মিত্যে অভিনয় করার মত তার মা তার পায়ে লুটিয়ে পড়ল ৷
" এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম ! ওরে এ বউ নয় ডাইনি, সারা পাড়ায় মেলোচ্ছ করে বেড়াচ্ছে !নির্মল কেও ছাড়ে নি ৷ আবার তোকে নালিশ করে ডেকে এনেছে আমার সোনার সংসার ভাঙবে বলে ! আমার মরণ কেন হলো না ৷ তুই একে সঙ্গে নিয়ে চলে যা না হলে আমার মরা মুখ দেখবি ৷ "
মায়ের কাছ থেকে এমন কথা শোনে নি সে ৷ " ওসব কথা পরে হবে , আমি আগে স্নান করে আসি ৷ "
ঘরে গিয়ে স্নান করে স্নিগ্ধার কাছে সব কিছু শুনে কিশোর বলল " তোমার অত বাইরে যাওয়ার কি আছে , জানোই তো মা পছন্দ করে না ৷ আমার এই মাইনেতে তোমার শহরে গিয়ে রাখব কোথায় ? ঘরে সবাইকে মিলিয়ে মিশিয়ে চললেই হয় ! বড়বৌদির সাথে মা তো এমন ব্যবহার করেন নি ৷ " স্নিগ্ধা নির্মলের কথা জানালেও কিশোর তার ভাইকে অত চরিত্র হীন ভাবতেই পারল না ৷ সে বদমাইশ হতে পারে কিন্তু বড়দের সন্মান করতে জানে ৷ তাছাড়া নতুন বউ বাড়ির বাইরে গেলে লোকেই বা কি বলবে ? তাই কিশোর মায়ের কাছ থেকেও সুনতে চাইল তার কি নালিশ ৷
ভাত খেয়ে দুপুর বেলা মার ঘরে বসে আলোচনা করতে লাগলো কেন মা তার বউ কে গায়ে হাত তুলেছে ?
কিন্তু তার শাশুড়ির মিথ্যা চারিতায় স্নিগ্ধার চরিত্রে দাগ দিতে দ্বিধা হলো না ৷ নির্মল তার ভায়ের সামনে এমন ভাবে গলে পড়ল যে কোথাও খুত আছে মনে হলো ৷ তার ভালবাসার মানুষের উপর বিশ্বাস আছে , কিন্তু তার মা , ভাই এরা যতই খারাপ হোক অন্তত তার বউকে অকারণে অত্যাচার করবে না ৷ কিন্তু গায়ে হাত তোলা?
" না না মা তুমি যাই বল তোমার গায়ে হাত তোলা ভীষণ অন্যায় হয়েছে ৷ তুমি আমায় বলতে পারতে ৷ আর তুমি যত টাকা চেয়েছ আমি দিয়েছি , আর পইসা দিয়েই তোমার কাছে থাকি ৷ সে অবুঝ তাকে বুঝিয়ে মানিয়ে চলার ভার তোমার ৷ "
ঘাট হয়েছে বাবা , পয়সা আমি চাই না এই মেলোচ্ছ কে এ বাড়ি থেকে বিদায় দাও , আর তুমি দরকার হলে তোমার কাছে রাখো , আমার ঘরে বেল্লেলা পনা আমি বরদাস্ত করব না , আমাদের খেটে খেতে হয় ৷ " মার কথা কিশোরের বুকে বাঁধলো ৷
"ঠিক আছে তাই হবে , আমি কোম্পানির কাজে ১ মাস অন্য শহরে যাচ্ছি , ফিরে এসে আমি স্নিগ্ধা কে সঙ্গে নিয়ে যাব ! এক মাস ওর সাথে তোমাদের কারোর কিছু কথা বলার দরকার নেই ৷ "