06-04-2022, 03:03 PM
(06-04-2022, 02:24 PM)sohom00 Wrote: লাইক দিলাম, রেপু দিলাম, ভারী ভালো লাগলো বলেই দিলাম | ধীরে ধীরে মাখন গলে যাওয়ার মতন মিষ্টি একটা উষ্ণতা ছড়িয়ে রয়েছে গোটা আপডেটটা জুড়ে | একটা ছোট্ট অনুরোধ ছিলো, অপরাধ নিওনা | ভাষাটা কিছু কিছু জায়গায় আরেকটুখানি সহজ করলে গল্পটা আরো বেশি উপভোগ্য হবে আমার মনে হয় | আর তোমার মাপের লেখক সেই subtle change টুকু অবলীলায় করতে পারবে দৃঢ় বিশ্বাস আছে আমার | অবশ্যই এটা আমার একান্ত পার্সোনাল মতামত, তোমার বা অন্যদের সঙ্গে নাই মিলতে পারে | শুভকামনা রইল দাদা |
প্রথমেই জানাই অনেক ধন্যবাদ না না অপরাধ নেওয়ার কিছু নেই, তুমি ঠিকই বলেছো আমার লেখার ভাষা একটু কঠিন, যা অনেক সময় দুর্বোধ্য মনে হয় .. এই কথা অনেকেই অনুযোগ করে বলেছে আমাকে। ঠিক আছে পরের বার থেকে চেষ্টা করবো একেবারে সহজ সরল করে লেখার।